প্রিমিয়ার লিগে লিভারপুলের কাছে বিধ্বস্ত হতে হল সিআর সেভেনের পুরনো দল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে। লিভারপুলের বিরুদ্ধে ৭-০ গোলে লজ্জাজনক ম্যাচ হেরেছে ম্যান ইউ। এই ভাবে হারতে হবে তা কেউ কল্পনা করতে🌠 পারেনি। ম্যাচের পর বিস্ফোরক ম্যান ইউ কোচ এরিক টেন হাগ। তাঁর মতে চূড়ান্ত অপেশাদারিত্ব দেখিয়েছে ম্যান ইউ। ১৯৩১ সাল থেকে খেলা প্রিমিয়র লিগে এটা সবচেয়ে লজ্জাজনক হার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের।
এই লজ্জাজনক দিন আসার মাত্র কয়েক দিন আগেই নিউক্যাসেলকে হারিয়ে লিগ কাপ চ্যাম্পিয়ন হয় তারা। সেই জয়ের স্বাদ পুরনো🦩 হতে না হতেই এই বিপর্যয়। স্বাভাবিকভাবে ক্ষুব্ধ ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হাগ। সাংবাদিক বৈঠকে এসে তিনি বলেন, ‘ম্যাচের ফলাফল আমাদের কাছে স্পষ্ট। চূড়ান্ত অপেশাদারিত্ব দেখিয়েছে আমাদের ফুটবলাররা। কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা চরম ভুল করেছি। কখনও একদম সামনে উঠে গিয়েছি। মাঝ মাঠে ফাকা রেখেছি। নিচে এসে ডিফেন্স করিনি। খেলার ফলাফল ৩-০ হওয়ার পরই আমাদের হাত থেকে ম্যাচ চলে যায়।’
তিনি আরও বলেন, ‘মাঠে ফুটবলাররা নিজেদের মধ্যে কোনও ঐক্যবদ্ধতাই দেখায়নি। দল হিসাবে একসঙ্গে কাজ করতে হয়। এই ম্যাচে তা করেনি ওরা। যা আমাকে খুব অবাক করেছে। তারা তাদের দায়িত্ব পালন করেনি। এই ম্যাচে অনেক কিছু ঘটেছে যা আমাকে রাগতে বাধ্য করেছে। গত সপ্তাহ এমনকী এই ম🐓াস জুড়ে আমরা ভালো খেলেছি। কিন্তু এই ম্যাচটা সত্যিই খুব খারাপ ছিল।’
লিভারপুলের বিরুদ্ধে জঘন্যতম হারার আগে ১১টি ম্যাচে অপ্রতিরোধ্য ছিল ম্যান ইউনাইটে⛄ড। এই ম্যাচ গুলির মধ্যেই লিগ কাপ জয় এবং এফএ কাপে ওয়েস্ট হ্যামের বিপক্ষে জয়লাভ করেছে তারা।
ম্যান ইউর প্রাক্তন অধিনায়ক রয় কেন এই হারকে ‘বিস্ময়কর দিন' হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘দলের অভিজ্ঞ সিনিয়꧋র ফুটবলাররা নিজেদের দায়িত্ব পালন করেনি। দলকে নেতৃত্ব দেওয়ার মতো কোনও ইচ্ছা তাদের মধ্যে দেখা যায়নꦓি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কাছে এটি একটি খুব খারাপ দিন।’
রয় কেন ম্যান ইউর হয়ে খেলার সময় এই রকম হারের মুখোমুখি হননি বলে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘ঈশ্বরকে অনেক ধন্যবাদ। আমার সময়কালে এইরকম খারাপ ম্যাচের মুখোমুখি আমাকে হতে হয়নি।ꦛ এই হারের পর ফুটবলাররা সত্যি লজ্জাবোধ করবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।