ইস্টবেঙ্গলের তরফেও প্রস্ত🎉াব পেয়েছ🐈িলেন। কিন্তু কোনও রকম অনিশ্চয়তার মধ্যে থাকতে চাননি মনোতোষ চাকলাদার। যে কারণে তিনি আইএসএলের ক্লাব চেন্নাইয়িন এফসি-তে সই করলেন বলে জানা গিয়েছে।
সনไ্তোষ ট্রফিতে বাংলা দলের অধিনায়কের অভাবের কথা জানতে পেরে, নবান্নে বসে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কোটা থেকে তাঁকে চাকরির ব্যবস⭕্থা করে দেন। এ বার পেশাদার জীবনেও নতুন সাফল্য পেলেন সন্তোষ ট্রফিতে রানার্স হওয়া বাংলা দলের অধিনায়ক মনোতোষ চাকলাদার।
আরও পড়ুন: সন্তোষে বাংলাকে ফাইনালে তুলেছেন, সেই রঞ্জনকেই কি কোচ করা হচ্ছে ইস্টবেঙ্গলཧের?
𒊎আরও পড়ুন: উইলিয়ামসকে আনুষ্ঠানিক বিদায়ী শুভেচ্ছা ATK MB-র, বদলী হিসেবে নজরে জাপানি ফুটব💯লার
চেন্নাইয়িনের সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছে মনোতোষের। তিনি প্রথম থেকেই আইএসএলের ক্লাবে খেলতে চেয়েছিলেন। এ বার তাঁর 🍰ভাগ্যের চা🐷কা ঘুরল।
ইস্টবেঙ্গলের প্রস্তাব থাকলেও, সেখানে জটিলতা ছিল অনেক বেশি। তাঁকে বলা হয়েছিল, আগে কলকাতা লিগে খেলতে হবে। তার পর পারফরম্যান্সের বিচারে কোচের পছন্দ হলে, তবেই আইএসএলে খেলার সুযো🥃গ পাবেন তিনি। চেন্নাইয়িন এফসি-র তরফে অবশ্য সর🍌াসরি আইএসএলে খেলার প্রস্তাব থাকায়, সিদ্ধান্ত নিতে দেরি করেননি মনোতোষ।
এ দিকে রাজ্য সরকারের তরফে গত ৯ মে নিয়োগপত্র পেয়েছেন মনোতোষ। তবে কোন বিভাগে কাজ করবেন, সেটা এখনও জানেন না। কাজে যোগদানের জন্♚য এখনও ডাকা হয়নি তাঁকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।