আইএসএলের মাঝে দু'সপ্তাহ বিরতি ছিল। শনিবার থেকেই ফের শুরু হল এই টুর্নামেন্ট। আর রবিবার অর্থাৎ প্রায় ১৭ দিন পরে ফের খেলতে নামবে মোহনবাগান। প্রতিপ🤪ক্ষ লিগ টেবলের সেকেন্ড লাস্টবয় চেন্নাইয়িন এফসি। তবে চেন্নাইয়িনের বিরুদ্ধে নামার আগে বেশ চাপে রয়েছে ব🐽াগান ব্রিগেড। কারণ অসুস্থ তাদের দলের কোচ আন্তোনিয়ো লোপেজ হাবাস।
হাবাসের শরীর এতটাই খারাপ যে, ম্যাচের আগের সাংবাদিক সম্মেলনে হাজির হতে পারেননি বাগানের হেড কোচ। এমন কী প্র্যাকটিসেও আসেননি তিনি। তাঁর ডেপুটি ম্যানুয়েল পেরেজ জানিয়েছেন, জ্বর, সর্দি-কাশি হয়েছে হাবাসের। তবে চিন্তার কোনও কারণ নেই। তিনি রবিবার চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে ম্যাচের সময়ে ডাগআউটে থাকবেন বল𝓰ে আশা করা হচ্🦩ছে। আসলে হঠাৎ করে গরমটা মাত্রা ছাড়া পড়ায়, অসুস্থ হয়ে পড়েছেন স্প্যানিশ কোচ। যে কারণে এদিন তিনি বিশ্রাম নিয়েছেন।
দল সম্পর্কে যা জানা গিয়েছে তাতে, রবিবার সাহাল আব্দুল সামাদ ছাড়া সবাইকেই পাওয়া যাবে। জনি কাউকোর হালকা সমস্যা থাকলেও, খেলার জন্য ফিট। হাবাসের ডেপুটি ম্যানুয়াল পেরেজ বলেছেন, ‘সাহাল খেলতে না পারলে আরও ২১জন ফুটবলার আছে। আমরা কোনও 🌸একজনের ওপর নির্ভর করি না।’
বিরতির আগে টানা জয়ের মধ্যে ছিল বাগান। মাঝের এই ব্রেকে কোনও সমস্যা হবে না বলেই মনে করছেন হাবাসের ডেপুটি। তিনি বলেছেন, ‘বিরতিতে কোনও সমস্যা হবে না। সব জায়গায় একই জিনিস হয়। একটা ফিফা উইন্ডো থাকে। ফুটবলারদের জাতীয় দলের জন্য ছাড়তেই হয়। গত দু'তিন দিন ধরে পুরো দল নিয়ে প্র্যাক🦂টিস করার সুযোগ পাচ্ছি। তিন পয়েন্ট পাওয়ার বিষয়ে আশাবাদী।’
১৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগꦏ টেবিলের ১১ নম্বরে রয়েছে চেন্নাইয়িন। তবে নিজেরা দুইয়ে থাকলেও বিপক্ষকে বেশ সমীহ করছে বাগান। ম্যা☂নুয়াল পেরেজ মনে করেন, এখনও প্রতিপক্ষের প্লে অফে যাওয়ার সম্ভাবনা আছে। যে কারণ নিজেদের সেরাটা দিয়ে লড়াই করবে চেন্নাইয়ের দল। তাই হালকা ভাবে তাদের নেওয়ার কোনও বিষয়ই নেই।
সদ্য আফগানিস্তানের কাছে হেরে ফিরেছেন জাতীয় দলের ফুটবলাররা। কিন্তু দীপক টাংরির দꦚাবি, সেই হার চেন্নাই ম্যাচে কোনও প্রভাব ফেলবে না। সব কিছু ঝেড়ে ফেলে সেরাটা দেওয়ার জন্য তৈরি তাঁর🅺া। দীপক বলেও দিয়েছেন, ‘ওটা জাতীয় দলের রেজাল্ট, ক্লাবের সঙ্গে কোনও সম্পর্ক নেই। ক্লাবের জন্য ১০০ শতাংশ দেওয়ার জন্য তৈরি। সময় এবং পরিস্থিতি অনুযায়ী আমাদের মানসিকতা বদলাতে হয়।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।