একের পর এক আক্রম🍷ণের ঝড়। আর তাতেই নাজেহাল হয়ে উঠেছিল মহমেডান স্পোর্টিং। শেষ পর্যন্ত সিআরপিএফকে ৫-১ হারিয়ে ডুরান্ড 🌃কাপের গ্রুপ লিগের এক ম্যাচ বাকি থাকতেই শেষ আটে পৌঁছে গেল কলকাতার সাদা-কালো ব্রিগেড।
শুক্রবার কল্যাণীতে প্রথমার্ধে অবশ্য সে ভাবে কিছুই করে উঠতে পারেনি মহমেডান। ১-০ এগিয়ে ছিল তারা। আলাদা করে কোনও ছাপ রাখতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে যেন তারা জ্বলে ওঠে। তারা সিআরপিএফকে আরও চার গোল💃 দেয়। মহমেডান ঝড়ে কার্যত উড়ে যায় সিআরপিএফ।
আজহারউনদ্দিন মল্লিকই প্রথম গোলের মুখ 🦂খোলেন। ম্যাচের ১৩ মিনিটে আজহার ১-০ করেন। দ্বিতীয়ার্ধের ৬৫ এবং ৬৬ মিনিটে পরপর দু'টি গোল করেন মার্কাস জোসেফ। এর পর ৮৭ মিনিটে আজহার তাঁর দ্বিতীয় গোলটি করে। সিআরপিএফ-এর পক্ষে ম্যাচে ফেরার আর কোনও সুযোগই ছিল না। তবে ৮৯ মিনিটে সিআরপিএউ-এর অরজিৎ সিং ১-৪ করেন🍌। কিন্তু ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ব্যবধান বাড়ান মহমেডানের ব্রেন্ডন ভ্যানলালরেমদিকা। অসাধারণ পারফরম্যান্স করে ম্যাচের সেরা হন আজহারউদ্দিন।
মঙ্গলবার বেঙ্গালুরু ইউনাইটেডের বিরুদ্ধে🙈 গ্রুপ লিগের শেষ ম্যাচে খেলতে নামবে মহমেডান স্পোর্টিং। এই নিয়ে গ্রুপ লিগে পরপর দুই ম্যাচই জিতল মহমেডান। প্রথম ম্যাচেও ৪-১ ইন্ডিয়ান এয়ার ফোর্সকে হারিয়েছিল তারা। বেঙ্গালুরু ই🍷উনাইটেডও দু' ম্যাচ জিতেছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।