রবিবার আইএসএলের একটি ম্যাচে মুখোমুখি🌺 হয় মুম্বই সিটি এফসি এবং এটিকে মোহনবাগান। মুম্বই ফুটবল এরিনা স্টেডিয়ামে ২-২ ড্র-তে শেষ হয় ম্যাচ। এবার নজর নর্থ-ইস্ট ইউনাইটেডের দিকে।
ম্যাচ☂ শেষে সাংবাদিক বৈঠকে এটিকে মোহনবাগানের জুয়ান ফেরান্দো জানান, এদিনের ম্যাচ থেকে তাঁর দল যে এক পয়েন্ট অর্জন করেছে তাতে তিনি খুশি। ১০ জনের এটিকে মোহনবাগান এদিন ঘরের মাঠে মুম্বইয়ে আটকে দেওয়া হয়েছে।
ফেরান্দো জানান, ডুরা🥃ন্ড কাপেও মুম্বইয়ের বিরুদ্ধে নেমেছিল। ফেরান্দোর মতে, প্রথমার্ধে তেমন দাগ কাটতে পারেনি তাঁর ছেলেরা। তবে দ্বিতীয়ার্ধ শুরুর ১৫-২০ মিনিট থেকেই খেলার গতি নিয়ন্ত্রণে আনে এটিকে। সেইসঙ্গে অ্যাওয়ে ম্যাচে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট পাওয়ায় ফেরান্দো বলেন, 'আমার মতে, এই একটা পয়েন্ট গুরুত্বপূর্ণ। অন্তত যেভাবে আমাদের খেলোয়াড়রা খেলল ꦉসেটার জন্যে। এরপর কী হয়, সেটা পরের ম্যাচগুলিতে দেখা যাবে। আমাদের কাছে একটা বিষয়ই গুরুত্বপূর্ণ, অ্যাওয়ে ম্যাচগুলি থেকে পয়েন্ট আদায় করা। এটা শুধু ভারত বলে নয়। পৃথিবীর সর্বত্রই, ঘরের বাইরের মাঠে পয়েন্ট আদায় করা কঠিন হয়ে পড়ে। কোভিডের পরে যে মানসিক অস্থিরতা তৈরি হয়েছে মানুষের মধ্যে, তার ফলে দলগুলোর জন্য এই পয়েন্টগুলি জরুরি।'
ফেরান্দো যোগ করেন, 'মুম্বই সিটি এফসি একটা অসাধারণ দল। তাদের খেলোয়াড়রাও যথেষ্ট ভালো। ত𓆏াই তাদের ভাবনাচিন্তাও আলাদা। আমার মতে, এবারের প্রতিযোগিতায় মুম্বই সিটি এফসি একটা কম্প্যাক্ট দল।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।