আইএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলো একের পর এক বিদেশি সই করিয়ে নিজেদের শক্তি বাড়িয়ে চলেছে। মুম্বই সিটি এ বার অস্ট্রেলিয়ান মিডফিল্ডার রস্টিন গ্রিফিতসকে সই করিয়ে দলের শক্তি বাড꧑়াল। রস্টিন মেলবোর্ন সিটি থেকে মুম্বই সিটি এফসি-তে যোগ দিলেন।
রবিবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই খবর ঘোষণা করে মুম্𒐪বইয়ের দলটি। রস্টিন কিন্তু একাধিক পজিশনে খেলতে পারেন। এমনিতে তিনি খেলেন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবꦉে। তবে সেন্টার ব্যাক হিসেবে খেলতেও পারদর্শী অজি তারকা মিডিও। জানা গিয়েছে, তাঁর মেডিক্যাল পরীক্ষার পরেই তিনি সরাসরি যোগ দেবেন মুম্বই সিটি শিবিরে।
রস্টিনের মুকুটে একাধিক পালক রয়েছে। ২০২১ সালে মেলবোর্ন সিটির হয়ে জিতেছেন এ লিগ চ্যাম্পিয়নশিপ। এ ছাড়াও তিনি অস্ট্রেলিয়ায় অ্যাডিলেড ইউনাইটেড, নর্থ কুইন্সল্যান্ড ফিউরি, সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্স ও পার্থ গ্লোꦉরির হয়েও দাপটের স🌄ঙ্গে খেলেছেন।
আরও পড়ুন: গ্রিস এবং🦩 অস্ট্রেলিয়ায় জার্সিতে খেলা ফুটবলারকে সই করিয়ে চমক কেরালা ব্লাস্🎃টার্সের
আরও পড়ু♈ন: Europa League জয়ী অ্যাটলেটিকো মাদ্রিদের তারকাকে সই করিয়ে বড় চমক দিল ওড়িশা এফসি
এ দিকে অস♓্ট্রেলিয়া ছাড়া ইংল্যান্ডে অ্যাকরিংটন স্ট্যানলি এবং ব্ল্যাকবার্নে খেলেছেন রস্টিন। এ ছাড়াও চিনের গুয়াংঝাউ সিটি, নেদারল্যান্ডসের রোডা জেসি, উজবেকিস্তানের পাখতাকোর তাসখন্দের হয়েও খেলার অভির্তা রয়েছে রস্টিনেন। সব মিলিয়ে দল বদলের বাজারে চমক দিয়েছে মুম্বই। সেই সঙ্গে মুম্বইয়ের ডিফেন্সেরও শক্তি বাড়ল নিঃসন্দেহে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।