আইএসএলের পাঁচ ম্যাচ খেলে ফেলেছে মুম্বই সিটি এফসি। দুরন্ত ছন্দে রয়েছে তারা। একবারই শুধু পা হড়কে গিয়েছিল। আইএসএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদ এফসি-র𝄹 কাছে হেরে গিয়েছিল মুম্বইয়ের দলটি। তার পর আবার নিজেদের সামলে নিয়েছে তারা। টানা তিন ম্যাচ জিতে জয়ের হ্যাটট্রিক কꦗরে ফেলল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বৃহস্পতিবার তারা ৪-২ হারাল জামশেদপুর এফসি-কে।
এ দিকে আইএসএলের প্রথম ম্যাচ হারল জামশেদপুর এফসি। আগের চার ম্যাচের মধ্যে ꦡদু'টিতে তারা জিতেছিল। দু'টি ম্যাচ তারা ড্র করেছিল। মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে পঞ্চম ম্যাচে হেরে বসে থাকল জামশেদপুর এফসি।
এ দিন শুরু থেকেই খেলার রাশ নিজেদের হাতে রেখেছিল মুম্বই। তাদের মুহুর্♏মুহু আক্রমণে বিরতির আগে𒈔ই কোণঠাসা হয়ে পড়েছিল জামশেদপুরের দলটি। প্রথমার্ধেই মুম্বই এগিয়ে ছিল ৩-০ গোলে। দ্বিতীয়ার্ধে জামশেদপুর এফসি ব্যবধান কমালেও কোনও লাভ হয়নি।
মুম্বইয়ে হয়ে প্রথম গোলটি তিন মিনিটের মাথায় করেন ক্যাসিও গ্যাব্রিয়েল। বাঁ প্রান্ত থেকে আহমেদ জাহৌর কর্নার নিয়েছিলেন। সেই বলটি পেয়ে বক্সের দিকে পাঠান গ্যাব্রিয়েল। ই🎃গর আঙ্গুলো হেড দিতে না পারলেও গোলকিপার টিপি রেহনেশের নাগাল এড়িয়ে গোল হয়ে যায়। গ্যাব্রিয়েল এ দিন শুধু গোল করেননি, গোল করিয়েছেনও। পরের দু'টি গোল করতেও মুখ্য ভূমিকা নিয়েছিলেন তিনি।
এর পর ১৭ মিনিটে ব্যবধান বাড়ান বিপিন সিং। গ্যাব্রিয়েল মাঝমাঠ থেকে বল নিয়ে উঠে এসে, এলি সাবিয়াকে পরাস🅠্ত করে ডান প্রান্ত থেকে জামশেদপুর বক্সে ঢুকে মাপা পাস বাড়ান। যা থেকে সহজেই গোল করে যান বিপিন। ২৪ মিনিটে ইগর আঙ্গুলো মুম্বইয়ের তৃতীয় গোলটি করেন। এই গোলের পিছনেও কারিগর সেই গ্যাব্রিয়েল।
বিরতির আগেই তিন গোল হজম করে চাপে পড়ে যায় জামশেদপুর। তবে 🎀হাল তারা ছাড়েনি। যদিও মুম্বই কিন্তু গোলের আরও সুযোগ তৈরি করেছিল। সেগুলো কাজে লাগাতে পারেনি। এর মাঝে প্রতি আক্রমণে উঠে কোমল থাটাল ম্যাচের ৪৮ মিনিটেই ১-৩ করেন। ৭ মিনিটের মধ্যে এলি সাবিয়া আবার ২-৩ করে দেন। তখন ম্যাচ একেবারে জমে উঠেছিল। কিন্তু জামশেদপুরের কফিনে শেষ পেরেকটি পোঁতেন ইগর কাতাতাউ। রাহুল ভেকের ফ্রি কিক থেকে অনবদ্য গোল করে ৪-২ মুম্বইকে এগিয়ে দেন তিনি। এর পর ♍আর গোলশোধ করতে পারেনি জামশেদপুরও।
এ দিনের ম্যাচ জেতার ফলে ৫ ম্যাচে ১২ পয়েন্ট হয়ে গেল মুম্বইয়ের। তারা রয়েছে লিগ তালিকার শীর্ষে। এ দিকে ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে জামশেদপুর😼༒।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।