মহমেডানের বিরুদ্ধে ৯জনে খেলেও ইস্টবেঙ্গল দলের ফুটবলারদের দুরন্ত পারফরমেন্স এখন সকলেরই মুখে মুখে। নাওরেম মহেশ এবং নন্দকুমার শেখর, ইস্টবেঙ্গ দলে খেলা ভারতের জাতীয় 𓆉দলের দুই ফুটবলার লালকার্ড দেখে মাঠের বাইরে চলে যাওয়ার পরেও অস্কার ব্রুজোর দলের খেলায় ছিটে মাতꦕ্র প্রভাব পড়েনি। বরং আরও তেজের সঙ্গেই হিজাজি মাহের, দিয়ামানতাকোসরা খেলা শুরু করেন, দেখা হার না মানা মনোভাব।
আরও পড়ুন-অজিভূমে যা🐻ওয়ার আগেই স্লেজিং শুরু, খারাপ ফর্ম নিয়ে বিরাটকে মারাত্মক খোঁটা দিলেন পন্টিং
জরিমানা হতে পারে মহেশের-
ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে খেলতে গেলে যেমন বুকের কলজে জোর লাগে, তেমনই ধৈর্য লাগে বড় ম্যাচ বের করে আনার। এ🍬মনিতেই দলের সময়টা ভালো যাচ্ছিল না। তারই মধ্যে মহমেডানের বিরুদ্ধে নন্দুকমার শেখরের পরই লালকার্ড দেখেন নাওরেম মহেশ সিং, যা নিয়ে বেজায় বিরক্ত লালহলুদ টিম ম্যানেজমেন্ট। করা হতে পারে জরিমানা।
নন্দুকারকে ক্ষমা করলেও মহেশে বিরক্ত অস্কার-
৯০ মিনিটের মধ্যে যখন প্রথম ৩০ মিনিটের মধ্যেই দল ৯জনে নেমে যায় তখন কি অবস্থা হয়, সেটা কম বেশি সকল শিক্ষার্থী ফুটবলাররাও জানে, কিন্তু সেটাই বোধহয় একবারও ভাবেননি ইস্টবেঙ্গলের জাতীয় দলের ফুটবলার মহেশ। নন্দকুমার শেখর মাথা গরম করে হাত চালালেও সেটা মেনে নেওয়া যায়, কারণ খেলায় এমন ঘটনা হতেই পারে। কিন্তু মহেশ প্রতিবাদের নামে যেಞ কাজটা করেছেন, তা সমর্থন করতে পারছে না কেউ।
আরও পড়ুন-ODI ক্রিকেটে অভিষেক হয়ে গিয়েছে! অথচ নিজেই জানতে🔯ন না! অবাক করা গল্প বললেন পাক ক্ওরিকেটার!
একাধিকবার মাথা গরম করেন মহেশ-
আগে থ🦄েকেই একটি হলুদ কার্ড দেখেছিলেন মহেশ। এরপরই নন্দকুমার শেখরকে লালকার্ড দিতেই তিনি মাঠের মধ্যে থাকা বোতলে সটান লাথি মারেন। এরপর রেফারি এসে তাঁরে দ্বিতীয় হলুদ অর্থাৎ লালকার্ড দেখাতে তিনি মাঠের বাইরে এসে ফের বলে লাথি মারেন। অর্থাৎ আবারও রেফারি হরিশ কুণ্ডুর সিদ্ধান্তের প্রতিবাদ জানান। মহেশের এমন কাজের জন্য তাঁকে ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি সাসপেন্ডও করতে পারে। সেক্ষেত্রে পরের ম্যাচ তো বটেই, আরও কয়েকটা ম্যাচে তাঁকে পাওয়া নিয়ে সংশয় তৈরি হতে পারে।
আরও প💫ড়ুন-'আমাদের দেশে আসছে না তো, আমরাও আর ভালো ব্যবহার…'! BCCIকে চরম বার্তা পাকিস্তানের…
মহেশকে শৃঙ্খলাপরায়ন করতেই জরিমানা?
ম্যাচ শেষের পরই ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজো বলে গেছিলেন, মহেশের সঙ্গে তিনি এই নিয়ে কথা বলবেন। তাঁকে শাস্তিও দেবেন প্রয়োজনে। এবার শোনা যাচ্ছে নাওরেম মহেশকে আর্থিক জরিমানা করতে পারে লালহলুদ💝 টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে বড় অঙ্কের জরিমানা না হলেও, তিনি যে ভুল করেছেন, সেটা বোঝানোর জন্যই এই জ💎রিমানা করা হতে পারে জাতীয় দলের এই মিডফিল্ডারকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।