শুভব্রত মুখার্জি: মরশুম শুরুর আগেই বেশ কয়েক কোটি টাকা খরচ করে দল গঠন সম্পূর্ণ করেছিল মোহনবাগান সুপার জায়ান্টস।বেশ শক্তিশালী দল নিয়েই দীর্ঘ চার বছর বাদে ডুরান্ডে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হারতে হয়েছে তাদের। দলে ইউরো কাপ খেলা আর্মান্দো সাদিকু, বিশ্বকাপার জেসন কামিন্সের উপস্থিতি সত্ত্বেও এই হার মেনে নিতে পারেননি বাগান সমর্থকরা। তবে সেই হারের ক্ষতে কিছুটা হলেও যেন প্রলেপ লেগেছে তাদের এএফসি ক🐷াপের পারফরম্যান্স। মাছিন্দ্রা ইউনাউটেডকে হারানোর পর মঙ্গলবার বাংলাদেশের ঢাকা আবাহনীর বিরুদ্ধে জিতে মূলপর্বে চলে গিয়েছে মোহনবাগান দল। পিছিয়ে পড়েও ম্যাচ জেতে মোহনবাগান। আর এই ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন অজি বিশ্বকাপার জেসন কামিন্স। বাগানকে ♏ম্যাচ জিতিয়ে কি বললেন তিনি? আসুন জেনে নেওয়া যাক।
আরও পড়ুন: কোচ তাড়ানোর পর দিনই টালিগঞ্জকে ৪🃏꧑-০ উড়িয়ে দিল মহমেডান, উঠে এল লিগ টেবলের দুইয়ে
ম্যাচে সেরার পুরস্কার পেয়ে জেসন কামিন্স বলেন, ‘ম্যাচে একটা গোল করতে পারলেই আমার খুব আনন্দ হয়। আজ ম্যাচ🤪ের গুরুত্বপূর্ণ সময়ে আমি সেই গোলটা করতে পেরেছি। তবে দিনের শেষে সব থেকে বড় কথা হল দলের জয়। দল জেতার ফলে আমি খুব খুশি। আমরা গ্রুপ পর্যায়ে উঠতে পেরেছি যা আরও বেশি আনন্দের। ম্যাচের দ্বিতীয়ার্ধে তুলনামূলক ভালো ফুটবল খেলেছি আমরা। তবে ম্যাচের প্রথমার্ধে আমরা নিজেদের সেরাটা উজাড় করে দিতে পারিনি। একমাত্র যে পেনাল্টিটা পেয়েছিলাম সেটাই আমাদের অক্সিজেন দিয়েছিল। ওই গোলটা করে দলকে ম্যাচে ফেরাতে পেরেছিলাম আমি। সেই কারণে আরো বেশি ভালো লাগছে আমার। পাশাপাশি এটাও বলব আমাদের আরও পরিশ্রম করতে হবে। কোচ আমাদের বলেছেন, আরও বেশি অনুশীলন করা দরকার। আরও বেশিক্ষণ বল নিজেদের কাছে রাখতে হবে। বিপক্ষের উপর চাপ তৈরি করতে হবে। মাঠের দুই প্রান্তকেই আমরা ভালো ভাবে কাজে লাগিয়েছি। ম্যাচের দ্বিতীয়ার্ধে জোড়া গোল এসেছে দলের যা স্বস্তিদায়ক ছিল। এই ম্যাচ জিততে পেরে খুব খুশি।’
আরও পড়ুন: আমাকে দল ছাড়তে হয়েছে- মোহ💮নবাগানের থেকে আলাদা হওয়াটা মানতে পারেননি প্রীতম
প্রসঙ্গত ঢাকার বিরুদ্ধে ম্যাচে এক গোলে পিছিয়ে থেকেও দুর্দান্ত কামব্যাক করেছে মোহনবাগান সুপার জায়ান্টস। টুর্নামেন্টের প্লে-অফ লড়াইয়ে ঢাকা আবাহনীর বিরুদ্ধে ৩-১ গোলে জিতেছে তারা। এএফসি কাপ সাউথ জোনের গ্রুপ পর্যায় নিশ্চিত হয়েছে মোহনবাগানের। পরের রাউন্ডে মোহনবাগান সুপার জায়ান্টসের সঙ্🔯গে একই গ্রুপে রয়েছে ভারতের ক্লা꧂ব ওড়িশা এফসি, বাংলাদেশের বসুন্ধরা কিংস এবং মলদ্বীপের ফুটবল দল মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।