মরক্কোর বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ হয়েছে ক্রিশ্চয়ানো রোনাল্ডোর।♒ বিশ্বকাপ অভিযান শেষ হতেই পর্তুগাল কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ফার্নান্দো স্যান্টোস। সরকারিভাবে সেই কথা না জানালেও পর্তুগাল দল সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে।
পর্তুগিজ সংবাদ সংস্থা সূত্রে খবর, স্যান্টোস ইতিমধ্য়েই নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন পর্তুগাল ফুটবল সংস্থ👍াকে। বিশꦕ্বকাপে মরক্কোর বিরুদ্ধে হার কোনওভাবেই মেনে নিতে পারছেন না স্যান্টোস। ঠিক সেই কারণেই এমন সিদ্ধান্ত বলে মনে করছে গোটা ফুটবল বিশ্ব।
এবারের বিশ্বকাপে কোচ স্যান্টোসের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়তে দেখা যায় রোনাল্ডোকে। বিশ্বকাপের শেষ দুই ম্যাচে সিআর সেভেনকে প্রথম একদশে না রাখার সিদ্ধান্ত নেন পর্তুগাল কোচ। যা নিয়ে কম জলঘোলা হয়নি। সমর্থকদের কাছে ভিলেন হয়ে যান স্যান্টোস। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন তিনꦉি। তাঁর স্পষ্ট কথা, 'বড় নামের পিছনে নয়। যে ভালো পারফরম্যান্স করবে সে দলে জায়গা পাবে।' পর্তুগাল কোচের এই মন্তব্যের পরই রোনাল্ডোর সমর্থকরা আরও রেগে যান। কিন্তু তাতেও পিছনে হাঁটেননি তিনি।
আরও পড়ুন:- দায়িত্ব নিয়েছিলেন অগস্টে, আচমকাই নেপালের হেড কো🐠চের পদ ছাড়লেন প🎶্রভাকর
পর্তুগাল দল থেকে 🌸সরে দাঁড়ানোর সিদ্ধান্ত কার্যত পাকা স্যান্টোসের। ইতিমধ্য়েই তিনি নাকি কাউন্ট্রি ফুটবল ফেডারেশনে সঙ্গ চুক্তিবদ্ধ হয়েছেন। সূত্রের খবর সেই কথা স্যান্টোস নিজেই নাকি জানাবেন। এখন এটাই দেখার বিষয়, পর্তুগাল কোচের দায়িত্ব কার কাঁধে ওঠে।
ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্টের 🌸তৃতীয় দিনের খেলার লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন
২০১৪ সাল থেকে পর্তুগাল দলের সঙ্গে যুক্ত স্যান্টোস। স্যান্টোস কোচ থাকলেও বিশ্বকাপে তেমন একটা সাফল্য় পায়নি পর্তুগাল। তবে ২০১৬ সালে ইউরোপিয়ান চ্য়াম্পিয়নশিপ এবং ২০১৮-১৯ মরশুমে উয়েফা নেশনস ল💙িগ জিতিয়েছেন তিনি। ফলে স্যান্টোস সরে গেলে পর্তুগাল ফুটবলে একটি যুগের অবসান ঘটবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।