মাত্র চার মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়েছিল। প্রিমিয়ার লিগে ইতিহাসে কখনও এত দ্রুত ২-০ গোলে পিছিয়ে পড়েনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। সেখান থেকে উঠে এসে ঘরের মাঠে নটিংহ্যাম ফরেস্টকে ৩-২ গোলে হারিয়ে দিলেন রেড ডেভিলসরা।𝔉 তবে আর্সেনালের ভাগ্য অতটা সুপ্রসন্ন হয়নি।꧙ ১-০ গোলে পিছিয়ে পড়েও ২-১ গোলে এগিয়ে ছিলেন গানার্সরা। কিন্তু ৮৭ মিনিটে গোল হজম করে দু'পয়েন্ট হাতছাড়া করেন। তাও সেইসময় ১০ জনে খেলছিল ফুলহ্যাম। অন্যদিকে, এভার্টনকে ১-০ গোলে হারিয়েছে উলভস। বার্নেমাউথকে আবার ২-০ গোলে হারিয়ে দিয়েছে টটেনহ্যাম হটস্পার।
শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে শুরুটা ভয়ংকর হয় ম্যান ইউয়ের। দু'মিনিটেই গোল হজম করেন এরিক টেন হ্যাগের ছেলেরা। তাইয়ো আওনিয়ির গোলে এগিয়ে যায় নটিংহ্যাম ফরেস্ট। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ওল্ড ট্র্যাফোর্ডকে স্তব্ধ করে দেন উইলি বলি। কারণ চতুর্থ মিনিটেই গোল করেন তিনি। সেই ধাক্কা খেয়ে কিছুটা যেন সম্বিত ফেরে ম🌞্যান ইউয়ের। ১৭ মিনিটে মার্কাস রাশফোর্ডের পাস থেকে ব্যবধান কমান ক্রিশ্চিয়ান এরিকসেন। চাপ সত্ত্বেও ফরেস্ট ভেদ করতে পারছিল না ইউনাইটেড। প্রথমার্ধের শেষেও ২-১ গোলে পিছিয়ে ছিল।
শেষপর্যন্ত ৫২ মিনিটে ম্যান ইউয়ের রক্ষাকর্তা হয়ে ওঠেন ক্যাসেমিরো⛦। গোলের সামনে থেকে সমতা ফেরান ব্রাজিলিয়ান তারকা। তারইমধ্যে লাল কার্ড নটিংহ্যামের দেখেন জো ওরেল। ১০ মিনিট পরে বক্সের মধ্যে রাশফোর্ডকে ফেলে দেন ডানিলো। পেনাল্টি থেকে গোল করে ম্যান ইউকে তিন পয়েন্ট এনে দেন অধিনায়ক তথ পর্তুগালের তারকা ব্রুনো ফার্নান্দেজ। যিনি নয়া মরশুমে ইউনাইটেড যেন সাক্ষাৎ যমদূতের হাত থেকে বাঁচালেন। কারণ প্রথম ম্যাচে উলভসের বিরুদ্ধে বাজে খেলেছিল ইউনাইটেড। দ্বিতীয় ম্যাচেই টটেনহ্যামদের বিরুদ্ধে হেরে যায়। শনিবারও শুরুটা জঘন্য করে ইউনাইটেড। তারপরও তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ায় স্বস্তি পাবেন হ্যাগের ছেলেরা।
প্রিমিয়ার লিগের ফলাফল
১) ব্রা♛ইটনকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে ওয়েস্ট 🐠হ্যাম ইউনাইটেড।
২) ব্💧রেন্টফোর্ডꦫ এবং ক্রিস্টাল প্যালেসের খেলা ১-১ গোলে ড্র হয়েছে।
৩) লুটন টাউনকে ৩-০ দোলে উড়িয়ে দিয়েছে চেলসি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।