শুভব্রত মুখার্জি:- খারাপ সময় যেন কিছুতেই কাটতে চাইছে না টেন হাগের দলের। পরপর তিন ম্যাচে জয়ের মুখ দেখতে পেল না ম♌্যাঞ্চেস্টার ইউনাইটেড দল। প্রিমিয়ার লিগের বছরের শেষ দিকের সফরটাও তাদের ভালো কাটল না একেবারেই। সবকিছু যেন কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে ইউনাইটেডের। গত সপ্তাহে অ্যানফিল্ডে লিভারপুলের সঙ্গে গোলশূন্য ড্র করেছি ইউনাইটেড। লিগ শিরোপা লড়াইয়ে থাকা লিভারপুলকে তাদেরই মাঠে আটকে দিয়ে বেশ আত্মবিশ্বাসী ছিল ম্যান ইউ ফুটবলাররা। তবে ওয়েস্ট হ্যামকে হারাতে পারল না ম্যান ইউ। তাদের কাছে উল্টে ২-০ গোলে হারিয়ে হেরে গেল তারা।
শনিবার🌺 ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের ঘরের মাঠে ইউনাইটেড হেরে গেল ২-০ গোলে। ফলে প্রিমিয়র লিগে টানা তিন ম্যাচ জয়শূন্য থাকতে হল ইউনাইটেডকে। এই ম্যাচের পর🌌ে ইউনাইটেড এই মুহূর্তে পয়েন্ট তালিকার আট নম্বরে রয়েছে। এই জয়ে ওয়েস্ট হাম উঠে এল লিগ তালিকার ছয় নম্বরে। লিগ পয়েন্ট তালিকার শীর্ষ তিনটি রয়েছে যথাক্রমে আর্সেনাল, অ্যাস্টন ভিলা ও লিভারপুল।
লন্ডন স্টেডিয়ামে আজকের ম্যাচের আগে ওয়েস্ট হ্যামের মাঠে খেলা সর্বশেষ ছয় ম্যাচের মধ্যে চারটিতেই পয়েন্ট হারিয়েছিল ইউনাইটেড। যার মধ্যে ১টি ম্যাচ ড্র এবং ৩টি ম্যাচে হারতে হয়েছিল ইউনাইটেডকে। বড়দিনের ছুটিতে যাওয়ার আগের শেষ ম্যাচটিতে টেন হাগের দলের শুরুটা ভালো ছিল। প্রথমার্ধের বেশির ভাগ সময় বল তাদের দখলে ছিল। দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ওয়েস্ট হ্যাম। ম্যাচের ৭২তম মিনিটে লুকাস পাকেতার পাপ থেকে গোল করেন ওয়েস্ট হামের জেরড বোয়েন। ওয়েস্ট হ্যাম ব্যবধান দ্বিগুণ করে এই গোলের ছয় মিনিট পরেই। এবারও অ্যাসিস্ট ছিল পাকেতার। তাঁর কাছ থেকে পাওয়া বলে ওয়েস্ট হ্যামের হয়ে স্কোরলাইন ২-০ করেন ঘানার মিডফিল্ডার মহম্মদ কুদুস▨। ফলে প্রিমিয়ার লিগের শেষ ৫ ম্যাচের ৩টিতেই হারল ইউনাইটেড। এই হারের ♑পর ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে ইউনাইটেড। সমসংখ্যক ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ওয়েস্ট হ্যাম রয়েছে ষষ্ঠ স্থানে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।