চার বছরের প্রতীক্ষার অবসান। যাবতীয় বিতর্ক পেরিয়ে শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ ফুটবল। প্রথম ম্যাচে আয়োজক দেশ কাতারের সাম💎নে ইকুয়েডর।
কাতারকে ২-০ গোলে হারাল ইকুয়েডর
শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে আর কোনও গোল হয়নি। দু💖ই দল চেষ্টা করলেও শেষ পর্যন্ত ইকুয়েডর তাদের ব্যবধান বাড়াতে পারেনি, অন্যদিকে কাতারও ব্যবধান কমাতে পারেনি। ফলে উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশকে হারিয়ে দিয়ে ২০২২ কাতার বিশ্বকাপের অভিযান শুরু ꦉকরল ইকুয়েডর।
৯০ মিনিটের খেলা শেষ
পাঁচ মিনিট অতিরিক্ꦕত সময় দিল রেফারি। প্রথমার্ধের দুই গোলের পরে দ্বিতীয়ার্ধে এখনও আর কোনও গোল করতে পারেনি দুই দল। দেখা যাকে শেষ পাঁচ মিনিটে কী হয়?
বাকি ১০ মিনিট
৮০ মিনিটের খেলা শেষ। এখনও ২-🃏০ গোলে এগিয়ে রয়েছে ইকুয়েডর। বারবার আক্রমণ চালালেও শেষ পর্যন্ত আর কোনও গোল করতে পারেনি তারা। কাতার অবশ্য ম্যাচে ফেরার চেষ্টা করলেও সেই রকমಞ সুযোগ তৈরি করতে পারেনি।
দ্বিতীয়ার্ধে সেই গতি দেখা যাচ্ছে না
হাফটাইমের পর দুই ধরনের খেলা দেখা গেল। হাফটাইমের পর দুই ধরনের খেলা দেখা গেল। প্রথম- ইকুয়েডরকে গোল করতে বাধা দিয়েছে কাতার। দ্বিতীয়-🔯 ইকুয়েডর দল নিজে থেকে গোল করতে চ🥀ায়নি। দুই গোলে সন্তুষ্ট হয়ে এখন রক্ষণে নেমেছে তারা। প্রথমার্ধে দ্রুত খেলেছে ইকুয়েডর। দ্বিতীয়ার্ধ ফুটবলের নিরিখে প্রথমের চেয়ে অনেক বেশি হতাশাজনক খেলা খেলছে তারা।
হ্যাটট্রিক করা হল না ভ্যালেন্সিয়ার
ম্যাচের ৭৬ মিনিটে মাঠ থেকে উঠে পড়লেন ভ্যালেন্সিয়া। প্রথমেই চোট পেয়েছিলেন তিনি। তবে ইকুয়েডরের কোচ বেশি ঝুঁকি না নিয়েꦗ ভ্যালেন্সিয়াকে তুলে নিলেন। ফলে হ্যাটট্রিক করা হল না ভ্যালেন্সিয়ার।
এক ঘন্টার বেশি সময়ের খেলা শেষ
উদ্বোধনী ম্যাচে এক ঘণ্টার খেলা শেষ হয়েছে। দ্বিতীয়ার্ধে ভালো করেছে কাতার। গোলের জন্য বেশ কয়েকবার চেষ্টা করেছেন, কিন্তু শেষটা ঠিক করতে পারেননি। ম্যাಞচে ফিরতে কাতারের হাতে আছে ৩০ মিনিটেরও কম সময়।
৬০ মিনিট: ইকুয়েডর-২, কাতার-০
ভ্যালেন্সিয়ার জোড়া গোলে এখনও ২-০ বꦿ্যবধানে এগিয়ে রয়েছে ইকুয়েডরয ম্যাচে ব্যবধান বাড়াতে চাইছে ইকুয়েডর। অন্যদিকে ম্যাচে ফিরতে মরিয়া কাতার।&🌳nbsp;
শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা
বাকি ৪৫ মিনিটে দুই দল কী করে সেটাই এখন দেখার। ভ্যালেন্সিয়া হ্যাটট্রিক করতে পারে কিনা সেই তাকিয়ে গোটা ফুটবল বিশ্ব। বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করতে চা💦ইবেন ইকুয়েডরেরর অধিনায়ক।
হাফ টাইম পর্যন্ত এগিয়ে ইকুয়েডর
প্রথমার্ধ শেষ। হাফ টাইমে কাতারের বিরুদ্ধে ২-০ গোলে এগিয়ে আছে ইকুয়েডর। তার হয়ে♍ দুটি গোলই করেছেন অধিনায়ক ভ্যালেন্সিয়া। এই ম্যাচে এখন পর্যন্ত ইকুয়েডরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি কাতারের দল। দ্বিতীয়ার্ধে বাউন্স ব্যাক করার জন্য তার উপর চাপ থাকবে। ফুটবল বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে এখন পর্যন্ত কোনও স্বাগতিক দেশ প্রথম ম্যাচে হারেনি।
প্রথমার্ধের খেলা শেষ
প্রথমার্ধের খেলা শেষ, ভ্যালেন্সিয়ার জোড়া গোল এগিয়ে ইকুয়েডর। ৪৫ মিনিটের খেলা শেয হতে ৫ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। প্রথমার্ধে চোট পেয়েছিল ইকুয়েডর অধিনায়ক এনার ভ্যালেন্সিয়ার। ফের হাঁটুতে চোট পেয়েছ꧒িলেন তিনি।
ভ্যালেন্সিয়ার হ্যাটট্রিকের দিকে তাকিয়ে ইকুয়েডর
ভ্যালেন্সিয়ার হ্যাটট্রিকের দিকে তাকিয়ে ই♔কুয়েডর। এখনও পর্যন্ত দুটি গোল করে ম্যাচের নায়ক হয়ে উঠেছেন ইকুয়েডরের অধিনায়ক।
কেমন ভাবে হল ইকুয়েডরের দ্বিতীয় গোল
দ্বিতীয় গোলটি করেন ইকুয়েডরের অধিনায়ক🔯 ভ্যালেন্সিয়া। তিনি পেরেসিয়াদোর শটে বল হেড করে পোস্টে ঢুকিয়ে দেন। ৩১তম মিনিটে তার দুর্দান্ত হেডার ইকুয়েডরকে ২-০ গোলে এগিয়ে দেয়।
গোললল…..
আবার ভ্যালেন্সিꦬয়ার গোল🍌ে ব্যবধান বাড়িয়ে নিল ইকুয়েডর। ম্যাচের ৩১ মিনিটে ভ্যালেন্সিয়ার গোলে আরও একটু এগিয়ে গেল লাটিন আমেরিকার দেশ।
ইকুয়েডরের সেলিব্রেশন
২০২২ কাতার বিশ্বকাপে প্রথম গোল করে সেলিব্রেশন করল টিম ইকুয়েডর। প্রথম গোলটি অফসাইডে বাতিল করা হয়েছিল। পরে অবশ্য কোনও বিতর্ক হয়নি। বক্সের মধ্যে কাতারের গোলরক্ষক অবৈধ ফাউল করেন। দলের অধিনায়ক এনার ভ্যালেন্সিয়া পেনাল্টি থ🎃েকে এগিয়ে দিলেন ইকুয়েডরকে।
গোলললললল….
পেনাল্টি থেকে গোল করে ইকুয়েডরকে এগিয়ে দিলেন ভ্যালেন্সিয়া। ম্যাচের ১৬ মিনিটে পেনাল্টি থেকে গোলরক্ষককে উল্টোদিকে ফেলে বলকে জালে জড়িয়ে দিলেౠন ভ্যালেন্সিয়া।
পেনাল্টি পেল ইকুয়েডর
ম্যাচের ১৫ মিনিটে পেনাল্ট পেল ইকুয়🦋ের। ভ্যালেন্সিয়া কাতারের বক্সে ঢুকে পড়েছিলেন। কিন্তু সেই সময়ে গোলরক্ষꦰক তাঁকে অবৈধ ভাবে আটকান। পেনাল্টি পায় ইকুয়েডর।
ইকুয়েডরের অফ সাইডের ফাঁদে পড়ে
ইকুয়েডর ম্যাচটি শুরু করে ঝড়ো হাওয়ায়। তৃতীয় মিনিটেই গোলপোস্টে বল ঢুকিয়ে দেন তা♛র খেলোয়াড় ভ্যালেন্সিয়া। তবে ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) তা নাকচ করে দেন। এভাবে তৃতীয় মিনিটে লিড নেওয়া থেকে বঞ্চিত হয় ইকু🔯য়েডর।
বাতিল হয়ে গেল গোল……
তিন মꦜিনিটের মধ্যেই ম্যাচের এ বারের বিশ্বকাপের প্রথম গোল করেছিলেন ভ্যালেন্সিয়া। মাঝ মাঠ থেকে ফ্রি কিক। গোলরক্ষক বেরিয়ে আসেন। এনার ভ্যালেন্সিয়ার গোলে এগিয়ে গেলেও পরে ইকুয়েডরের এই গোলটি বাতিল করা হয়। রেফারি পরে অফ সাইড পরীক্ষা করেন এবং গোল ✱বাতিল করার সিদ্ধান্ত নেন। ভিএআর গোল বাতিল
গোললললল
২০২২ ফিফা বিশ্বকাপের প্রথম গোল করে ইকুয়েডরকে এগিয়ে দিলেন এনার ভ্যালেন্সিয়া। কাতার⛎ বিশ্বকাপের প্রথম গোল করলেন তিনি। নিজের দেশের হয়ে বিশ্বকাপে পঞ𒁃্চম গোল করলেন এনার ভ্যালেন্সিয়া।
শুরু হয়ে গেল কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচ
গত𓆏 কয়েকটি প্রীতি ম্যাচে ৪-৪-২ ফর্মেশনেই খেলাতে দেখা গিয়েছিল কাতার কোচ ফেলিক্স স্যা🌳ঞ্চেজকে। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচে ঘর সামলানোতেই বেশি জোর। ৫-৩-২ ফর্মেশনে শুরু করতে চলেছে তারা। অন্যদিকে, ইকুয়েডর নামছে ৪-৪-২ ফর্মেশনে।
একনজরে ইকুয়েডরের দলটিকে দেখে নিন
আলেকাজান্ডার ডমিনগেজ, অ্যাঞ্জেলো প্রেꦛসিয়াদো, ফেলিক্স তোরেস, পিয়েরো হিনক্য়াপি, পার্ভিস এস্তাপিনান, গঞ্জালো প্লাতা, হেগসন মেন্ডেজ, মোজেস কাইসাদো, রোমারিও ইবারা, এনার ভ্যালেন্সিয়া, মাইকেল এস্ত্রাদা
একনজরে কাতার দলকে দেখে নিন
সাদ আল সিব, পেদ্রো মিগুয়েল (রো-রো), আব্দুল করিম হাসান, হামাম আল-আমিন, বোয়ালেম খোকি, বসম আল-রাবি, করিম বদিয়াফ, আব্দুলআজিজ হাতিম, হাসান আল হেদোস, আলমো𒆙জ আলি, আক্রম আফিফ।
বিতর্ককে পিছনে ফেলে দিতে প্রস্তুত কাতার
মানব🍌াধিকার লঙ্ঘন ও অ্যালকোহল নিষেধাজ্ঞার মতো ইস্যুতে ইউরোপীয় দেশগুলোর সমালোচনার মুখে 🉐পড়েছে কাতার। এর পাশাপাশি স্বাগতিক দেশের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়েরও অভিযোগ উঠছে। এসব বিতর্কের মধ্যেই বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে ফুটবল বিশ্বে নিজের ছাপ রেখে যেতে চাইবে স্বাগতিক দল।
মঞ্চে হাজির কাতার বিশ্বকাপের ম্যাসকট লাইব
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বকাপে অংশ নেওয়া ৩২টি দেশের পতাকꦆা নিয়ে প্রদর্শনী চলল। সেখানেই হাজ💎ির হল এবারের বিশ্বকাপের ম্যাসকট লাইব।
শেষ হল কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান
দোহার আল খোর স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শেষ হল। ম্যাচের আ🍒গে দারুণ এক🙈 জমকালো অনুষ্ঠান দেখল ফুটবল বিশ্ব। এবার প্রথম ম্যাচের অপেক্ষা শুরু হয়ে গেল।
বিটিএস তারকা জংকুকের পারফরমেন্স
উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করলেন বিটিএস তারকা জংকুক। কাতার ব🍨িশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করলে আমেরিকান সুপারস্টার মর্গ্যান ফ্রিম্যান।
মঞ্চে হাজির কাতার বিশ্বকাপের ম্যাসকট লাইব
কাত💟ার বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান চলছে। উদ্বোধনী অনুষ্ঠানে এ বারের বিশ্বকাপে অংশ নেওয়া ৩২টি দেশের পতাকা নিয়ে চলছে বিশেষ প্রদর্শনী। স্টেজের মধ্যে একে একে এসে উপস্থিত হল প্রতিটি দেশের জার্সিও। তারপরেই মঞ্চে হাজির লাইব। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করলেন বিটিএস তারকা জংকুক।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান চলছে
🌺দোহার আল খোরের আল বায়াত স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান মেতে উঠেছে কাতারি সংস্কৃতির নাচ-গানে। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে হাজির ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ও কাতারের শাসক তামিম ব🦩িন হামাদ আল থানি। উদ্বোধনী অনুষ্ঠানে কাতারের সংস্কৃতি ফুটে উঠছে।
খুলে দেওয়া হল আল বিদ্দা পার্কের ফ্যান জোন
দোহার আল বিদ্দা পার্ক খুলে দেওয়া হয়েছে। ফ্যান জোনে থাকছে ডিজে সেট, একটি আতশবাজি প্রদর্শনী এবং মালুমার ফিফা ফ্যান ফেস্টিভ্যাল অ্যান্থম তুকোহ টাকার একটি রোমাঞ্চকর প♎রিবেশনা। ৪০ হাজারেরও বেশি ভক্ত উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করার জন্য ফ্যান জোনে উপস্থিত থাকবেন।
গ্রুপ এ-র প্রথম ম্যাচের দিকে তাকিয়ে সকলে
ফিফা ক্রমতালিকায় ৪৪ নম্বরে থাকা ইকুয়েডর দলটি আয়োজক দেশের বিরুদ্ধে জয় পেতে মরিয়া। ২০০৬ বিশ্বকাপে রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছেছিল ইকুয়েডর। এবারও নকআউটে ওঠার লক্ষ্যে কোচ গুস্তাভো আলফারো। 🤪এই গ্রুপের বাকি দুই দল হল নেদারল্যান্ডস ও সেনেগাল। ফলে এই গ্রুপের লড়াই খুব আকর্ষণীয় হতে চলেছে।
ইকুয়েডর দলের কেমন অবস্থা?
বিশ্বকাপের আগে বিতর্কে♍ জড়িয়ে ছিল ইকুয়েডর। দলের এক খেলোয়াড় ভুয়ো পাসপোর্ট দিয়ে বয়স ভাঁড়িয়ে খেলেছে বলে অভিযোগ উঠেছিল। তবে শেষ পর্যন্ত বিষয়টি প্রমাণ না হওয়ায় কোনও শাস্তির মুখে পড়তে হয়নি লাতিন আমেরিকার এই দলকে।
কেমন অবস্থায় রয়েছে কাতার?
সম্প্রতি কাতার বেশ ভালো ফর্মে রয়েছে। ফেলিক্স স্যাঞ্চেজের দল গুয়াতেমালা, হন্ডুরাস, পানামা, আলবানিয়াকে হারিয়ে দিয়েছে। স্ট্রাইকার ⭕আলমোয়েজ আলি বেশ ভালো ফর্মে আছেন। কাতার গোলের জন্য তাকিয়ে আছে আলমোয়েজ আলি ও আহমেদ আলায়েলদিনের দিকে। তবে আলায়েলদিনের চোট নিয়ে দুশ্চিন্তা রয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।