ইউরো কাপের ম্যাচে অবিশ্বাস্যভাবেই ইউক্রেনের বিরুদ্ধে ৩-০ গোলে জিতল রোমানিয়া। ম্যাচের আগে কোনও ফুটবল বিশেষজ্ঞই ভাবতে পারেননি ইউক্রেনকে এই দলের ৩ গোল দেওয়ার ক্ষমতায় রয়েছে। গোটা ম্যাচে বল পজিশন সিংহඣভাগ ছিল ইউক্রেনের দখলেই। কিন্তু দুই অর্ধেই ফুটবলের যেটা আসল কাজের কাজ, সেটা করে ফেলেন রোমানিয়া দল। সেই সুবাদেই তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল তাঁরা। গ্রুপ ই-তে বেলজিয়াম, স্লোভাকিয়ার সঙ্গে একই গ্রুপে রয়েছে আন্দ্রিয়ান মুতুর উত্তরসুরিরা। ম্যাচ শেষে ইউক্রেন কোচ সেরি রেব্রবের চোখ মুখের ভঙ্গিমাই বলে দিচ্ছিল দলের এমন হারে ঠিক কতটা বিরক্ত তিনি।
আরও পড়ুন-ATP Ranking-এ কেরিয়ারের সেরা ৭১ নম্বরে সুমিত নাগাল, ৬ ধাপ উঠে টপকালেন 🐻লিয়েন্ডারের নজির
ম্যাচের শুরুতে অবশ্য ভালোই খেলছিল ইউক্রেন। বারবার আক্রমণে উঠছিল যুদ্ধবিধ্বস্ত এই দেশ। কিন্তু ২৯ মিনিটে বিশাল বড় ভুল করে ফেলেন ইউক্রেনের গোলরক্ষক লুনিন। তাঁর মিস পাসেই সুযোগ চলে আসে রোমানিয়ার কাছে। সেই সুযোগ হাতছাড়া করেননি অধিনায়ক নিকোলাউ⛎ স্ট্যানকিউ। টপ নেটে বল জড়িয়ে দলকে ১-০ গোলের লিড এনে দিন তিনি। ৩৯ মিনিটে স্ট্যানকিউয়ের নেওয়া বাঁক খাওয়ানো কর্ণার বারে লাগে, এক্ষেত্রেও লাইনে ছিলেন না ইউক্রেনের গোলরক্ষক লুনিন। রিয়াল মাদ্রিদের এই তারকা গোলরক্ষকের ছন্দে না থাকাই ডুবিয়ে দেয় দলকে।
আরও পড়ুন-ভিডিয়ো-নেপালের বি𓆉রুদ্ধে নিয়মভঙ্গ শাকিবের, ড্রেসিং রুমের পর🥂ামর্শে DRS, শুরু বিতর্ক
লেমন ব্রেকের পর ফের মাঝমাঠের দখল নিয়ে ফেলে ইউক্রেন। কিন্তু ৮ মিনিট পরই ফের ছন্দপতন। রোমানিয়াকে ইনসুরেন্স গোল এনে দ⛄েন রাজভান মারিন। জোড়ালো শটে লুনিনকে পরাস্ত করেন এই ফুটবলার। ৪ মিনিটের মধ্যেই ইউক্রেনের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন ডেনিস দ্রাগাস। এক্ষেত্রে তিনি ম্যানের পাস থেকে গোল করে দলের জয় নিশ্চিত করে দেন। ভার প্রযুক্তি দিয়ে দেখা হলেও ন্যয্য গোল হওয়ায় ৩-০ ফলে𒐪 এগিয়ে যায় রোমানিয়া, সেই সঙ্গেই তাঁদের জয় কার্যত নিশ্চিত হয়ে গেছিল। এরপর তিন পরিবর্তন করে ইউক্রেন। ইয়ারমোলেঙ্কো, ব্রাজকো, ইয়ারেমচুকদের মাঠে নামায় পিছিয়ে পড়া ইউক্রেন কিন্তু খুব বেশি লাভ হয়নি তাঁদের।
আরও পড়ুন-সুপার ৮-এ নামার আগে ফিলগুড মেজাজে কোহলি♐-হার্দিকরা, খেললেন বিচ ভলিবল!দেখুন ভিডিয়ো
৭৭ মিনিটে সুদাকোভের শট বাঁচিয়ে দেন রোমানিয়ার গোলরক্ষক। এ🎶রপর স্কোরলাইনে আর কোনও বদল হয়নি। ৩♍-০ গোলে জিতেই মাঠ ছাড়ে রোমানিয়া। শুক্রবার ইউরো কাপে পরের ম্যাচে ইউক্রেনের মুখোমুখি স্লোভাকিয়া, অন্যদিকে শনিবার বেলজিয়ামের বিপক্ষে নামবে রোমানিয়া। ১৯৮০ সালের পর এই প্রথম কোনও দল মাত্র ২৯ শতাংশ বল পজিশন রেখেও ৩-০ গোলে জিতল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।