১৯ নভেম্বর থেকে শুরু হতে চলেছে আইএসএল। তার আগে সোমবার ৩৩ জনের দল ঘোষণা করল এসসি ইস্টবেঙ্গল। গত বছর প্রথম বার আইএসএল খেলতে নেমে পুরো ল্যাজেগোবরে হয়েছিল লাল-হলুদ ব্রিগেড। এই বছর আবার ক্লাব এবংবিনিয়োগকারীদের মধ্যে ঝামেলার জেরে বহু দিন টালবাহানা চলেছিল। প্রশ্ন উঠে গিয়েছিল, এসসি ইস্টবেঙ্গলের আইএসএল খেলা নিয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে সমস্যা মেটে। এবং অনেকটা দেরী করেই দল তৈরি করেছিল লাল-হলুদ বাহিജনী। আর সোমবার ৩৩জনের 🌜টিম ঘোষণা করল এসসি ইস্টবেঙ্গল।
লাল-হলুদ চেষ্টা করেছে, অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশ্রণে দলটি তৈরি করতে। মিডফিল্ডে ভরসা ভারতের অনূর্ধ্ব ২৩ দলের ফুটবলার অমরজিৎ সিং কিয়াম, অভিজ্ঞ মহম্মদ রফিক, জ্যাকিচাঁদ সিং, বিকাশ জাইরু। ভারতীয় ফুটবলারদের সঙ্গে মাঝমাঠে থাকবেন ড্যারেন সিডোয়েল, স্লোভেনিয়ান মিডফিল্ডার আমির ডেরভিসেভিচ ꦐমতো ফুটবলাররা। আক্রমণে থাকছেন নাইজেরিয়ান ড্যানিয়েল চিমা। ক্রোয়েশিয়ার অ্যান্তোনিও পেরোসেভিচ থেকে শুরু করে ভারতীয় দলের অন্যতম ভরসা বলবন্ত সিংকে নিয়ে সাজানো হয়েছে লাল হলুদের আক্রমণ ভাগ।
২১ নভেম্বর ꩵলাল-হলুদ সন্ধ্যা সাড়ে ৭টার সময়ে জামশেদপুর এফসির বিরুদ্ধে প্রথম ম্যাচ রয়েছে লাল-হলুদের। এর পর ২৭ নভেম্বর এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি খেলবে এসসি ইস্টবেঙ্গল। স্বাভাবিক ভাবে এই ম্যাচ ঘিরে রয়েছে টানটান উত্তেজনা।
এক নজরে এসসি ইস্টবেঙ্গলের দল:
গোলকিপার- অরিন্দম🌱 ভট্টাচার্য, শঙ্কর রায়, শুভম সেন&nꦫbsp;
ডিফেন্ডার- ড্যানিয়েল গোমস, জয়নার লৌরেন্সো, রাজু গায়কোয়াড়, আদিল খান, হীরা মণ্ডল, অঙ্কিত মুখোপাধ্যায়, গৌতম সিং, টমিস্লাভ মার্সেলা, ফ্র🐷াঞ্জꦍো প্রেস, সারিনিও ফার্নান্ডেজ, আকাশদীপ সিং
মিডফিল্ডার- জ্যাকিচাঁদ সি❀ং, সৌর🙈ভ দাস, আঙ্গুসানা ওয়াহেংবাম, অমরজিৎ সিং কিয়াম, মহম্মদ রফিক, লালরিনলিয়ানা হামতে, বিকাশ জাইরু, আমির ডেরভিসেভিচ, ড্যারেন সিডোয়েল, রোমিও ফার্নান্ডেজ, সংপু সিংসিট, লোকেন মেতেই
ফরওয়ার্ড- বলবন্ত সিং, থংখোসিয়েম হাওকিপ, না﷽ওরেম মহেশ, সিদ্ধান্ত শিরোদকর, ড্যানিয়েল চিমা চুকউ, অ্যান্তোনিও পেরোসেভিচ, শুভ ঘোষ
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।