আইএসএলের শিল্ড জয়ের সামনে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস। পরের ম্যাচে বেঙ্গালুরুকে হারানোর পর মুম্বই সিটি এফসিকে হারতে পারলেই বহুকাঙ্খিত আইএসএল শিল্ড চলে আসবে শতাব্দী প্রাচীন ক্লাবে। এখনও পর্যন্ত ভারতের সেরা সব ট্রফি জেতা হয়ে গেলেও এই শিল্ড অধরাই রয়েছে সবুজ শিবিরের কাছে। চেন্নাইয়িন এফসির বিপক্ষে পয়েন্ট নষ্ট না করলে এতদিনে অনেক স্বস্তিতে থাকতে পারত মোহনবাগান ফুটবলাররা। যদি এবছর শিল্ড না জিততে পারে সবুজ মেরুন, তাহলে বলা যেতেই পারে চেন্নাইয়িন এফসি দলই মুখের সামনে থেকে শিল্ডটা ছিনিয়ে নিল তাদের। কারণ চে✃ন্নাই দ্বিতীয় লেগের ম্যাচে যুবভারতীতে মোহনবাগানকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছিল। এবার কিয়ান নাসিরিকে দলে নিয়েও ধাক্কা দিতে চলেছে তারা।
আরও পড়ুন-মহমেডান বলেছিল টাকা দিয়ে ISL খেলবে না, সেটাই করে দেখিয়েছে♛'-মানস ভট্টাচার্য
আবারও মোহনবাগানকে ধাক্কা দিল চেন্নাই। শোনা যাচ্ছে, মোহনবাগানের স্ট্রাইকার কিয়ান নাসিরিকে আগামী মরশুমের জন্য দলে নেওয়ার ব্যাপারে রাজি🐼 করিয়ে ফেলেছেন চেন্নাইয়িন এফসির কর্তারা। আগামী সোমবার মুম্বাই সিটি🍌 এফসির বিপক্ষে আইএসএল-এর গ্রুপ লিগের শেষ ম্যাচ খেলবে মোহনবাগান। এরপর রয়েছে নকআউট পর্ব। তবে তার আগেই জামশেদপুত্র কিয়ানকে নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে। এই মরশুম শেষ করেই চেন্নাইতে যোগ দিতে পারেন তিনি। বাবা জামশেদ নাসিরি খেলতেন ইস্টবেঙ্গলে। সেই ইস্টবেঙ্গলের বিরুদ্ধেই ডার্বিতে হ্যাটট্রিক রয়েছে কিয়ানের।
আরও পড়ুন-দিল্লিতে তুঘলকি নিয়মে দেখা হল না মোহনবাগানের খেলা, ඣস্টেডিয়ামের বাইরে বসে অভিনব প্রতিবাদ
করোনার সময় ডার্বিতে হ্যাটট্রিক করলেও পরবর্তীকালে কখনোই প্রথম💎 একাদশে নিয়মিত সুযোগ পান নি তিনি। জুনিয়রদের সঙ্গেই খেলতে হয় কলকাতা লিগে। দলে একগুচ্ছ বিদেশি স্ট্রাইকার। তার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ খেলা ফুটবলার। আলবানিয়ার জাতীয় দলের স্ট্রাইকার। বড় চেহারার হেভিওয়েট স্ট্রাইকারদের মাঝে খুব বেশি সুযোগ পান না কিয়ান। মূলত দুই প্রান্তে কখনো মনবীর বা লিস্টনের পরিবর্ত হিসেবেই মাঠে নামার সুযোগ পান তিনি। কম প্লে টাইম হওয়ায় অল্প বয়সে খেলা পড়ে যেতে পারে, সেই আশঙ্কাতেই নতুন ডেরায় যেতে চলেছেন কিয়ান।
আরও পড়ুন-ISL-এ আসার জন্য মহমেডানকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর, শুভেচ্ছা প্রাক্তন ফুটবলারদের🥃ও
প্রত্যেক ফুটবলারেরই জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন থাকে। কিন্তু মোহনবাগানে জাতীয় দলের সাত ফুটবলার রয়েছে। কার পরিবর্তে তিনি ঢুকবেন মোহনবাগানের প্রথম একাদশে ? তারাও তো প্রথম সারির খেলোয়া♒ড়। তাই নিজেকে প্রমাণ করার জন্য নতুন ঠিকানাই বেছে নিতে চলেছেন ডার্বিতে মোহনবাগানের হয়ে হ্যাটট্রিক করা এই ফুটবলার। অবশ্য যতটুকু তিনি সুযোগ পান তারই মধ্যে চেষ্টা করেন গোল করার বা করানোর। বাবার মতো অতটা দাপুটে ফুটবল না খেললেও, চেষ্টায় খামতি রাখেন না। যদিও মরশুম এখনও শেষ হয়নি। তাই তার দল বা তিনি নিজে ,এই বিষয়টা নিয়ে এখনো মুখ খুলছেন না। মরসুম শেষের পরেই সরকারিভাবে কিয়ানের যোগদানের কথা ঘোষণা করতে পারে চেন্নাইয়ের ক্লাব।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।