আহা, এমন ম্যাচ যদি মাঠে গিয়ে দেখা যেত! মোহনবাগান সমর্থকরা ঠিক🎶 এভাবেই হা-হুতাশ করতে পারেন। কেননা সবুজ-মেরুন শিবির দুর্দান্ত জয় তুলে নেয় কোনও প্রতিপক্ষ ক্লাবের বিরুদ্ধে নয়, বরং ভারতের জাতীয় দলের বিরুদ্ধে।
রুদ্ধদ্বার যুবভারতী স্টেডিয়ামে ফ্রেন্ডলি ম্যাচে এটিকে-মোহনবাগান ২-১ গোলে পরাজিত ꧋করে ভারতীয় দলকে। সুনীল ছেত্রী নিজে গোল করেও জাতীয় দলকে উদ্ধার করতে পারেননি। মোহনবাগানের হয়ে গোল দু'টি করেন লিস্টন কোলাকো ও কিয়ান নাসিরি।
এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের আগে কলকাতায় প্রস্তুতি সারছে ভারতীয় দল। প্রস্তুতির অঙ্গ হিসেবেই এটিকে-মোহনবাগানের বিরুদ্ধে প্রীত🎀ি ম্যাচে মাঠে নামে স্টিমাচের প্রশিক্ষণাধীন ভারতীয় দল। তবে শুরুতেই হেরে ধাক্কা 🐠খেতে হয় ছেত্রীদের।
আরও পড়ুন:♚ ফুটবলার ছাড়া নিয়ে বিবাদ, জাতীয় দলের শিবিরে অনুপস্থিত মুম্বই সিটির তারকারা
১৭ মে ভারতীয় দল আই লিগ স্টারসের বিরুদ্ধে আরও একটি অনুশীলন ম্যাচে মাঠে নামবে। যুবভারতীতে প্রস্তুতি ম্যাচ খেলার পর, ভারতীয় দলের দোহায় দু'টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে যাওয়ার কথা। সেখানে ভারত মুখোমুখি হবে জাম্বিয়া ও জর্ডনের। দোহা থেকে 𒐪ফেরার পরেই এশিয়ানের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে মাঠে নামতে হবে ছেত্রীদের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।