শার্লট এফসি-র তারকা ফুটবলার অ্যান্টন ওয়াক্স ২৫ বছর বয়সে একটি মর্মান্তিক বোটিং দুর্ঘটনায় প্রয়াত🐼 হন। তিনি আগে টটেনহ্যাম হটস্পার 🅺এবং পোর্টসমাউথের হয়েও খেলেছিলেন। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) তাঁর ক্লাবরে তরফে এক বিবৃতিতে ঘটনাটি জানানো হয়।
সেই বিবৃতিতে বলা হয়েছে, ‘শার্লট ফুটবল ক্লাব দুঃখের সঙ্গে হৃদয়বিদারক খবরটি নিশ্চিত করছে যে, ডিফেন্ডার অ্যান্টন ওয়াক্স দক্ষিণ ফ্লোরিডায় একটি দুর্ঘটনার পরে বৃহস্পতিবার সকালে🎀 প্রয়াত হয়েছেন।’
আর𒈔ও পড়♈ুন: মেসি-রোনাল্ডো দ্বৈরথে হল সেয়ানে সেয়ানে লড়াই, ৯ গোলের ম্যাচে জিত ১০ জনের পিএসজি-র
ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশনের মতে, লন্ডনে জন্ম নেওয়া এই খেলোয়াড় মিয়ামি মেরিন স্টেডিয়ামের কাছে একটি বোটিং দুর্ঘটনায় কবলে পড়েন। ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসার দেওয়ার পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ওয়াক্সকে মৃত ঘোষণা 🌸করা হয়। ক্লাবের প্রাক-মরশুমের প্রস্তুতির জন্যই ফ্লোরিডায়♈ গিয়ে সেখানে বোটিং দুর্ঘটনায় প্রাণ হারালেন অ্যান্টন ওয়াক্স।
আরও পড়ুন: সৌদি লিগে মেসি-রোনাল্ডো দ্বৈরথ? লিওকে ৩১০ মিলিয়ন ইউরোর প্রস্তাব আল ইত্🍷তিহাদের- রিপোর্ট
১৬ বছর বয়সে ওয়াক্স টটেনহ্যাম হটস্পারে যোগ দেন। সেই সময়েই তাঁর পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু হয়। ২০১৬ সালের সেপ্টেম্বরে💎 গিলিংহ্যামের বিরুদ্ধে লিগ কাপ টাইতে ক্লাবের হয়ে তার প্রতিযোগিতামূলক ম্যাচে তাঁর অভিষেক হয়। আটলান্টা ইউনাইটেড এবং পোর༒্টসমাউথ-এ টানা লোনে খেলার পর, তিনি পরবর্তীতে পোর্টসমাউথের সঙ্গে একটি স্থায়ী চুক্তি স্বাক্ষর করেন এবং পরে আবার আটলান্টা ইউনাইটেডে যোগ দেন।
পোর্টসমাউথের ২০১৭-'১৮-তে ইএলএফ ট্রফি জয়ে ওয়াক্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন 🌜করেছিলেন এবং তাঁর কঠোর পরিশ্রমী মানসিকতা আর খেলার নৈপুণ্যের জন্য খ্যাতি অর্জন করেছিলেন।
২০২১ সালে ওয়াক্স শার্লট এফসি-তে যোগ দেন এবং অবিলম্বে ভক্তদের প্রিয় হয়ে ওঠে। সেন্ট্রাল মিডফিল্ডার এবং ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলতেন ওয়াক্স। ২৩টি খেলায়𒆙 ২১ বার শুরু করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।