মরশুম শুরুই হয়নি। দুই দল রয়েছে দুই মেরুতে। তবু দুই প্রধানের রেষারেষির অন্ত নেই। সামা🦩ন্য ছুতো পেলেই শুরু হয়ে যায় বাগযুদ্ধ। #Remove ATK-কে কেন্দ্র ♋করে ফের এ বার শুরু হয়ে গেল যুযুধান দুই পক্ষের কথা কাটাকাটি।
কয়েক দিন আগে পড়শি ক্লাবের দিকে আঙুল তুলে সবুজ👍-মেরুনের সভাপতি স্বপনসাধন বসু ওরফে টুটু বসু বলেছিলেন, ইস্টবেঙ্গল-এর মদতেই হচ্ছে #Remove ATK ♏বা এটিকে আন্দোলন। এ বার এর জবাবে পাল্টা এক হাত নিলেন দেবব্রত সরকার ওরফে নীতু সরকার।
আরও পড়ুন: আদৌ ইস্টবেঙ্গলকে চুক্তিপত্র⭕ের খসড়া পাঠাবে ইমামি? দ্বিধায় লাল-হলুদ কর্তারা
আরও পড়ুন: ISL-এ দল পাচ্ছেন না? ভারত ছা🐼ড়ছেন? রয় কৃষ্ণের অস্ট্রেলিয়ার ‘এ’ লিগে ফেরার জল্পনা
কী বলেছিলেন টুটু?
টুটু বসু ক্লাবে এসে বলেছিলেন ‘আমার তো সন্দেহ আছে এটা ইস্টবেঙ্গল ক্লাব করাচ্ছে কিনা! তিন বছর তিনটে ইনভেস্টর এল, ইমামি, শ্রী সিমেন্ট আর কোয়েস। প্রত্যেক বছরই ওꩵরা আইএসএল খেলার জন্𝕴য মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়।’
পাল্টা জবাব নীতুর
পাল্টা দিয়ে নীতু বলেছেন, ‘নিজেদের 🍰অস্তিত্ব বিপন্ন করে আইএসএল-এ আমরা নামিনি। যারা নেমেছে তারা এই সব বলছে। আমরা কৃতজ্ঞ মুখ্যমন্ত্রী, সরকারের সাহায্য পাওয়ায়।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।