নানা বিতর্ককে পিছনে রেখে সব প্রতীক্ষার অবসান। আয়োজক দেশ কাতার বনাম ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হল ফিফা বিশ্বকাপ ২০২২-এর। কাতার বনাম ইকুয়েডরের মধ্যকার ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচটি ছিল খুবই একতরফা। ইকুয🌳়েডর প্রথমার্ধে দুই গোলের লিড নি😼য়েছিল এবং শেষ অবধি তা ধরে রাখে। কাতারকে একটি গোল করার সুযোগও তারা দেয়নি। ফিফা বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম স্বাগতিক দল নিজেদের প্রথম ম্যাচে হেরেছে।
এদিনের ম্যাচের শুরুতে দারুণ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বায়াত স্টেডিয়ামে হাজার হাজার দর্শকের সামনে সারা বিশ্বের বড় বড় শিল্পীরা পারফর্ম করেন। মানুষকে গান-বাজনায় নাচতে দে⛎খা যায়। তাদের মধ্যে সবচেয়ে বড় নাম ছিল কোরিয়ান ব্যান্ড বিটিএস। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে পুরো বিশ্বের নজর কাড়ে কাতার। আর তারপরই শুরু হয় বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ। আর বিশ্বকাপের প্রথম ম্যা൩চ শুরুর আড়াই মিনিটেই বড় নাটক দেখল বিশ্ব ফুটবল। ম্যাচ শুরুর পরই ভিএআর-এর কারণে প্রথম গোল বাতিল হয়ে যায়। অফসাইডের কারণে এমনটা দেখল বিশ্ব।
আরও পড়ুন… QAT vs ECU: ভ্যালেন্সিয়ার জোড়া গোলে কাতারকে হারিয়ে ꦜইকুয়েডরের WC 2022 অভিযান ꧟শুরু
রবিবার ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতারকে ২-০ গোলে হারিয়েছে ইকুয়েডর। কাতার বিশ্বের প্রথম দল যারা ফিফার সবচেয়ে বড় আসরে নিজেদের মাটিতে প্রথম ম্যাচে হেরেছে। ম্যাচটি ছিল একতরফা। এমনকি তাদের গোল পোস্টের আশেপাশেও কাতারি খেলোয়াড়দের আঘাত করতে দেয়নি ইকুয়েডর। ইকুয়েডরের হয়ে দুটি গোলই করেন তাদের দলের অধিনায়ক ভ্যালেন্সিয়া। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাজার হাজার দর্শককে গান꧙ের তালে নাচতে দেখা গেছে।
তবে কাতার বনাম ইকুয়েডর ম্যাচ শুরু থেকেই হাড্ডাহাড্ডি ফুটবল🍨 শুরু করে দুই দল। প্রেসিং ফুটবল খেলে ফেলিক্স স্যাঞ্চেজ ও গুস্তাভো আলফারোর দল। একে অপরের প্রতি চাপ সৃষ্টি করার চেষ্টা করে। ম্যাচের আড়াই মিনিটে কাতার বক্সের মধ্যে জটলা তৈরি হয়। সেখান থেকে ক্রস থেকে হেড করে জালে বল জড়িয়ে দেন ভ্যালেন্সিয়া। গোল করার পরই সেলিব্রেশনে মাতে গোটা দল।
কিন্তু সেলিব্রেশন শেষ হতেই ম্যাচে নাটক দেখা যায়। কাতার ফুটবলারদের🃏 আবেদনে সাড়া দিয়ে রেফারি ভার অর্থাৎ ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারির সিদ্ধান্ত নেন। সেখানে খুব কঠিন সিদ্ধান্ত হলেও দেখা যায় হেড করার সময় অফসাইডে ছিলেন ভ্যালেন্সিয়া। তাই সেই বাতিল করার সিদ্ধান্ত জানান রেফারি। ফলে 🍎ফুটবল বিশ্বকাপ ২০২২-এর প্রথম গোলই অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।