ফুটবলে লাল কার্ড দেখাটা বর্তমানে খুব একটা অবাক করার কিছু নয়। কারণ বর্তমান ফুটবলে যদি কোন ফুটবলার একটু খারাপ ভাবে ট্যাকেল করে বা ফাউল করে তাহলে রেফারির কড়া নজর এড়িয়ে যান না। সেই সময়ে লাল কার্ড দেখতেই হয়। সেই কারণে বর্তমানে ফুটবলাররা অতীতের মতো রাফ ও টাফ ফুটবলটা কমই খেলেন। তারা নিজেদের খেলাকে অনেক সতর্কতার সঙ্গেই খেলেন। তবে এরপরেও নানা 💧কারণে ফুটবলারদের লাল কার্ড দেখতে হয়। কিন্তু বর্তমানে একজন ফুটবলারকে যে কারণে লাল কার্ড দেখতে হয়েছে তা কেউ স্বপ্নেও ভাবতে পারবেন না। পেরুভিয়ান খেলোয়াড় সেবাস্তিয়ান মুনোজকে মাঠে প্রস্রাব করার জন্য রেফারি লাল কার♓্ড দেখিয়েছেন। মানে খেলা চলাকালীন ফুটবলার মাঠের ধারে প্রস্রাব করতে গিয়ে লাল কার্ড দেখে বসেন।
আরও পড়ুন… RCB: ৫ ছক্কা হজম করা যশ দয়ালে🐻র ডুবন্ত কেরিয়ারকে কীভাবে রক্ষা করেছিলেন বিরাট কোহলি?
ঘটনাটি ঘটেছে কোপা পেরুর নীচের ডিভিশনের টুর্নামেন্ট সময়। এই ম্যাচে অ্যাটলেটিকো আওয়াজুন এবং ক্যান্টরসিলো এফসি একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্যাচের মধ্যেই এই অবাক করা ঘটনাটি ঘটেছিল। খেলার ৭১ মিনিটে, আওয়াজুন একটি কর্নার অর্জন করেছিল। যেটি নিতে কিছুটা সময় লাগছিল কারণ ক্যান্টরসিলো গোলরকไ্ষক একটি ছোট চোট পেয়েছিলেন এবং সেই সময়ে মাঠের মধ্যেই তাঁর চিকিৎসা করা হচ্ছিল।🐲
আরও পড়ুন… ইংল্যান্ড থেকে মেলের মাধ্যমে পদত্যাগ পত্র পাঠালেন পাপন, BCB-র নতুܫন সভাপতি ফারুক আহমে𒅌দ
সেই সময়ে খেলা থেমে ছিল। খেলা আবার শুরু হতে অনেকটা সময় বাকি ছিল। সেই সময়ে মুনোজের প্রস্রাব পায়। সে যখন দেখে খেলা শুরু 𓂃হতে দেরি আছে তাই সে কর্নার পতাকার পাশে মাঠে ধারে গিয়ে প্রস্রাবের জায়গা খুঁজে নেন। মুনোজ মাঠের পাশের দেয়ালে প্রস্রাব করতে থাকেন। এই সময়ে রেফারি খেলা শুরু করার কথা বলেন। তবে মুনোজ যে তখনও প্রস্রাব করছিলেন। ক্যান্টরসিলো খেলোয়াড়রা এটি রেফারির নজরে আনেন।
আরও পড়ুন… অ্যাডাম গিলক্রিস্ট বাছল💯েন পছন্দের সেরা তিন উইক✅েটরক্ষক! ধোনি ২ নম্বরে, জানেন শীর্ষে রয়েছেন কে?
মুনোজরে প্রস্রাব করতে দেখে রেগে যান রে✨ফারি। সঙ্গে সঙ্গে তিনি মুনোজের দিকে এগিয়ে যান। সেই সময়ে মুনোজ তাঁর প্রস্রাব থামিয়ে মাঠের দিকে ফিরে আসেন। সেই সময়ে মুনোজকে লাল কার্ড দেখান রেফারি। এমনভাবে লাল কার্ড দেখায় খেলোয়াড়টি অবাক হয়ে যান এবং রেফারির দিকে তাকিয়ে থাকেন♉।
অতীতে অনুরূপ দৃষ্টান্তে, প্রাক্তন আর্সেনাল গোলরক্ষক জেনস লেহম্যান নিজেকে পিচসাইড থেকে স্বস্তি দিয়েছিলেন কারণ তিনি প্রস্রাব করার জন্য হোর্ডিংয়ের উপরে ঝাঁপ দিয়েছিলেন এবং প্রতিপক্ষের আক্রমণ থামাতে ঠিক সময়ে ফিরে এসেছিলেন। এরকম আরেকটি জঘন্য ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি গ্যারি লিনেকার। ১৯৯০ বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলার স🎃ময় পিচে মলত্যাগ করেছিলেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।