পরপর দুই ম্যাচে পয়েন্ট নষ্ট। গত ম্যাচে আর্মি রেডের বিরুদ্ধে ড্র, তারপর আজকে নিজেদের ঘরের নাঠে সাদার্ন সমিতির বিরুদ্ধে হার। স্বাভাবিক ভাবেই পরপর দুই ম্যাচে পয়েন্ট নষ্ট অনেকটাই পিছনে ফেলে দিয়েছে মোহনবাগানকে। সুপার সিক্সে যেতে হলে শেষ তিনটি ম্যাচ যে জিততেই হবে তা ভালো করে জানেন বাস্তব র𝐆ায়। ম্যাচ শেষে হতাশার কথা জানালেন বাগান কোচ।
সাদার্নের বিরুদ্ধে ২ গোলে বারের পর বাস্তব রায় সাংবাদিক 🎉সম্মেলনে বলেন, 'এক আধটা ম্যাচে এই রকম হতেই পারে। তবে এই ম্যাচ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। যাতে পরের ম্যাচে আর কোনও রকম সমস্যা না হয়। আমরা আরও কঠোর পরিশ্রম করব। যাতে এই ফলাফল আর না হয়।'
এই ম্যাচে সাদার্নের বিরুদ্ধে প্রথমার্ধেই ২ গোল হজম করে মোহনবাগান। এরপর আর গোলের মুখ খুলতে ꦰপারেনি ⭕তারায একাধিক গোলের সুযোগ তৈরি হলেও তা কাজে লাগাতে পারেননি ফুটবলাররা। এমন পারফরম্যান্স বেশ কিছুটা হলেও হতাশ হন সমর্থকরা। ক্ষোভ উগরে দেন ম্যাচেই। গ্যালারি থেকে মাঠের মধ্যে বোতল ছুড়তে থাকেন তারা। পরিস্থিতি যে খুব একটা ভালো নয় তা ভালো করেই বুঝতে পেরেছেন বাস্তব রায়।
কারণ কলকাতা লিগে♔র পয়েন্ট টেবিলের সাদার্ন অনেকটাই পিছনে রয়েছে। তাদের বিরুদ্ধে হার কোনও ভাবেই মেনে নিতে পারেননি বাগান সমর্থকরা। পরিস্থিতি ভালো ভাবে টের পেয়েছেন বাস্তব রায়। ম্যাচ শেষে বাগান কোচ বলেন, 'এই ম্যাচে আমাদের যে ভুল-ভ্রান্তি ছিল, তা বলার অপেক্ষা রাখে না। আমরা প্রথমার্ধে সেই ভাবে খেলতে পারিনি। স্বাভাবিক ভাবেই ভুলের খেসারত দিতে হয়েছে। তবে আমরা দ্বিতীয়ার্ধে ভালো ফুটবল খেলেছি। কিন্তু আমরা গোল করতে পারিনি। ভালো খেলে ম্যাচ হারলে আর কিছু বলার থাকে না। তবে আমরা এই ম্যাচ নমিয়ে পড়ে থাকতে চাই না। এই ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে চাই। আগামী তিন ম্যাচ আমাদের🌄 জন্য খুব কঠিন। সুপার সিক্সে যাওয়াটা খুবই কঠিন হয়ে গেল আজকের পর। তবে পরের তিন ম্যাচে আমাদের পয়েন্ট হারালে চলবে না। পরের তিন ম্যাচ জিতে আমরা সুপার সিক্সে জায়গা করে নিতে চাই। তবে এটা ঠিক আজ সাদার্নের ফুটবলাররা খুব ভালো ফুটবল খেলেছে।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।