প্রথমবার IWL খেলতে দেখা যাবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবকে। গতবছর IWL দ্ব🥂িতীয় ডিভিশন চ্যাম্পিয়ন হওয়ায় এবার মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে তারা। অর্থাৎ এবছর বাংলার থেকে ইস্টবেঙ্গলের পাশাপাশি শ্রীভূমিকেও ইন্ডিয়ান ওমেন্স লিগে খেলতে দেখা যাবে। প্রথম মরশুমেই ভালো ফলের আশা করছে শ্রীভূমি কর্তারা। সেই লক্ষ্যে শুরু হয়ে গেছে দল গঠনের কাজ। ভারতীয় 🅘মহিলা ফুটবল দলের বেশ কিছু তারকা খেলোয়াড়ের পাশাপাশি সই করানো হচ্ছে ৩ জন বিদেশি খেলোয়াড়কেও। ইতিমধ্যেই সই করানো হয়ে গেছে জাতীয় দলের স্ট্রাইকার বালা দেবীকে। এই মহিলা ফুটবলার ভারতীয় ফুটবলের যথেষ্ট পরিচিত নাম। দেশের হয়ে ৫০ গোল করা প্রথম মহিলা ফুটবলার তিনি। এছাড়াও সই করানো হয়েছে জাতীয় দলে খেলা শিবানী দেবী এবং মোনালিসা দেবীকে।
আসছে জানুয়ারি থেকে শুরু হবে IWL। ইতিমধ্যেই কোচ সুজাতা করের অধীনে অনুশীলন শুরু করে দিয়েছে শ্রীভূমি। যোগ দিয়েছেন বালা দেবীও। ক্লাব কর্তা রাকেশ ঝা জানান, আগে থেকেই এই জাতীয় দলের ফরওয়ার্ডের সঙ্গে কথা বলে রেখেছিলেন তাঁরা। তিনি বলেন, ‘গত বছর ওর সঙ্গে কথা বলে রাখা হয়েছিল, যদি আমরা এবছর IWL খেলি তাহলে ওকে আমাদের হয়ে খেলার জন্য বলে রেখেছিলাম। বালা দেবী কথা রেখ🌳েছে।’ তবে এখনও পুরোদমে অনুশীলন শু❀রু করতে পারেনি শ্রীভূমি। কারণ তাদের অধিকাংশ ফুটবলার এই মুহূর্তে বাংলা দলে রয়েছে। তারা ফিরে আসার পর সম্পূর্ণ রূপে অনুশীলন শুরু করা হবে। তবে যেই সব ফুটবলাররা বাংলার দলে সুযোগ পায়নি তাদের নিয়েই অনুশীলন শুরু করে দিয়েছেন কোচ সুজাতা কর।
দ্বিতীয় ডিভিশনের থেকে যে IWL-এ লড়াই অনেক কঠিন হবে তা ভালোভাবে জানেন ক্লাব কর্তারা। সেই বিষয়ে রাকেশ ঝা বলেন, ‘দ্বিতীয় ডিভিশন IWL থেকে IWL অনেক বেশি প্রতিযোগিতামূলক। তাই জন্য আমাদের ভালো দল গঠন করতে হবে। সেই চেষ্টাই করছি। ৩ জন বিদেশি ফুটবলারকেও সই করানো হবে। বালা দেবী ছাড়া ভারতীয় দলের আরও ৩-৪ জন ফুটবলারের সঙ্গে কথা চলছে আমাদের।’ সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী,ꦇ তারা ইতিমধ্যেই ঘানা এবং নাইজেরিয়ার ৩ ফুটবলারকে প্রায় চুড়ান্ত করে ফেলেছে। তবে ভিসা না পাওয়া পর্যন্ত নাম ঘোষণা করতে চাইছে না শ্রীভূমি। এর আগে বিদেশি ফুট𝕴বলার সই করিয়েও ভিসা জটের জন্য শেষ মুহূর্তে তাদের আর পেয়ে ওঠা সম্ভব হয়নি। তাই এবার অনেক বেশি সতর্ক ক্লাব কর্তারা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।