কো༺য়ার্টার ফাইনালের ম🍌তো গুরুত্বপূর্ণ ম্যাচে নোভাক জকোভিকে হারানোর পরে আবেগে ভাসলেন রাফায়েল নাদাল। সেটাই অবশ্য স্বাভাবিক। আর খুব বেশিদিন যে রোলাঁ গারোয় দেখা যাবে না রাফা শো, সেটা বুঝে নিতে অসুবিধা হয় না।
পায়ের চোটের জন্য শেষ মূহূর্তে ফরাসি ওপেন খেলা অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছিল নাদালের। তবে সম্ভবত লাল শুঁড়কির মেজর ইভেন্টে এটাই তা🐲ঁর শেষ মরশুম হতে পারে ভেবেই প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নেননি ২১টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী স্প্যানিশ তারকা। চোট নিয়েও কোয়ার্টার ফাইনালে জোকারের বাধা টপকাতে পারবেন নাদাল, এতটা আশাবাদী ছিলেন না বিশেষজ্ঞরাও।
আরও পড়ুন:- French Open 2022: ৪২ বছর বয়সে প্রথমবার মেনস ডাবলসে ফরাস♕ি ওপেনের সেমিফাইনালে বোপান্না
নাদাল নিজেও হ💛য়ত নিশ্চিত ছিলেন না সেমিফাইনালে ওঠার বিষয়ে। শেষ চারে জায়গা করে নিলেও তাই খেতাব নিয়ে এখনই ভাবছেন না। কোয়ার্টার ফাইনালের লড়াই জিতে রাফা স্পষ্ট জানালেন, যদꦺি সেমিফাইনালে হেরে যান, তার মানে এই দাঁড়াবে না যে, তিনি লক্ষ্যে স্থির ছিলেন না।
আবেগঘন সাংবাদিক সম্মেলনে নাদাল বলেন, ‘আমার কাܫছে এটা অত্যন্ত আবেগঘন রাত। এটা শুধুমাত্র কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল। আমি এখনও কিছু জিতিনি। নিজেকে দু’দিনের মধ্যে আরও একবার কোর্টে ফেরার সুযোগ দিয়েছি মাত্র। রোলাঁ গারোয় আরও একটা সেমিফাইনাল খেলতে পারা আমার কাছে বড় প্রাপ্তি। যদি আমি ভালো খেলতে না পারি, যদি আমি সেমিফাইনালে হেরে যাই, তার মানে এই নয় যে, আমি সেমিফাইনাল নিয়ে লক্ꦺষ্যে স্থির ছিলাম না।'
আরও পড়ুন:- French Open 2022: চার সেট𒊎েই জোকারকে মাত করে সেমিতে ক্লে-কোর্꧃টের রাজা নাদাল
পরক্ষণেই রোলাঁ গারোর দর্শকদের নিয়ে নাদাল বলেন, ‘টুর্নামেন্টের শুরু থেকে দর্শকদের অনবদ্য সমর্থন পেয়েছি। ওরা সম্ভবত জানে যে, আমাকে হয়ত ℱখুব বেশিদিন এখানে আর দেখা যাবে না। নিজের টেনিস কেরিয়ারের এমন বিশেষ জায়গায় খেলা এবং প্যারিসের অনুরাগীদে🅘র সমর্থনকে যথাযথ বর্ণনা করা মুশকিল।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।