রাফায়েল নাদাল শুক্রবার তাঁর ১৪তম ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে পৌঁছে গিয়েছেন। তবে রোলাঁ গারোর সেমিতে আলেকজান্ডার জেরেভ ডান পায়ের গোড়ালিতে চোট পেয়ে শেষ চারের লড়াই থেকে ছিটকে যেতে বাধ্য হন। পুরো লড়াইটাই করতে পারেননি জেরেভ🦋। আর নাদালও এ ভাবে ফাইনালে ওঠায় একেবারেই খুশি নন।
রবিবার নাদাল তাঁর ৩০তম গ্র্যান্ডস্লাম ফাইনালে খেলবেন। ফাইনালে তিনি ক্যাসপার রুডের মুখোমুখি হবেন। নরওয়ের প্রথম খেলোয়াড় হিসেবে কোনও গ্রান্ডস্ল্যাম ফাইনালে উঠলেন ২৩-এর ক্যাসপার। ক্যাসপার রুড ৩-৬, ৬-৪, ৬-২ ও ৬-২ ব্যবধানে মারিন সিলিসকে হারান। জয়ের পর রুড বলেন, ‘এটা আমার কাছে একটা দারুণ ম্যাচ ছিল। আমার শুরুটা ভালো হয়নি। প্রথম ꦡসেটে ভাল খেলেছিল মারিন।’
এ দিকে নাদাল ৭-৬ (১০/৮),৬-৬ যখন এগিয়ে ছিলেন, তখন জা✅রেভ ম্যাচ ছাড়তে বাধ্য হন। ম্যাচের শেষে ফাইনালে ওঠার𒀰 বিন্দুমাত্র উচ্ছ্বাস ছিল না নাদালের মধ্যে। বরং তাঁকে বিচলিত করে জেরেভের কান্না। নাদাল স্বীকার করে নেন, অতিমানবিক টেনিস খেলছিলেন জেরেভ।
আরও পড়ুন: ভয়ঙ্কর চোট পেয়ে কোর্ট ছাড়লেন জেরেভ, ফের ফরাসি ওপেনের ফাইনালে রোলাঁ গারোর 🍸রাজা নাদাল
১৫,০০০ দর্শক তাঁর যন্ত্রণার সাক্ষী ছিল। কাঁদতে কাঁদতে হুইলচেয়ারে করে কোর্ট ছাড়তে হয় জেরেভকে। তবে পরে ২৫ বছরের তরুণ ক্র্যাচ হাতে কোর্টে ফেরেন। এবং ম্যাচটি ছেড়ে দেন। মন খারাপ হয় নাদালের। যে কোনও বড় ক্রীড💙়াবিদের কাছে দাপটের সঙ্গে জিতে ফাইনালে ওঠা🍰র আনন্দ হাজার গুণ বেশি। চোট পেয়ে প্রতিপক্ষ ম্যাচ ছেড়ে দিতে বাধ্য হলে, তাতে যে গৌরব নেই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।