শনিবার (২৮ মে) মহিলাদের ডাবলসে পার্টনার লুসি রাডেকার সঙ্গে জুটি বেঁধে প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছলেও, মিক্সড ডাবলসে দ্বিতীয় রাউন্ডেই থেমে গেল সানিয়া মির্জার দৌড়। সানিয়া-ইভান ডডি🍃গ জুটি স্ট্রেট সেটে ব্রাজিলিয়ান জুটি ব্রুনো সোয়ারেস ও বেট্রিজ হাডাড মাইয়ার বিরুদ্ধে পরাজিত হন।
এক ঘণ্টা ১৫ মিনিটের ম্যাচে সানিয়া-ডডিগ ৪-৬, ৩-৬ ব্যবধানে সোয়ারেস-মাইয়া জুটির বিরুদ্ধে পরাজিত হয়ে ছিটকে যান। ২০১২ সালে মহেশ ভূপতির সঙ্গে ফরাসি ওপেন মিক্সড ডাবলস জিতেছিলেন সানিয়া। তবে টেনিস তারকা হিসাবে নিজের শেষ বছরে স𓄧েই কৃতিত্বের পুনরাবৃত্তি ঘটাতে পারলেন না তি🐬নি। অবশ্য এখনও রোলাঁ গারোয়া কিন্তু ট্রফি তুলতে পারেন তিনি।
সানিয়া-রাডেকা 🏅জুটি মহিলাদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর উদ্দেশ্যে মুখোমুখি হবেন মার্কিন যুক্তরাষ্ট্রের জুটি জেসিকা পেগুলা ও কোকো গফের। আজকেই আন্দ্রেয়া ক্লেপাক ও রোহন বোপান্নাও নিজেদের দ্বিতীয় রাউন্ডের মিক্সড ডাবলস ম্যাচে কোর্টে নামছেন। সানিয়া হতাশ করলেও বোপান্না জিততে পারেন কিনা, এখন সেটা🔜ই দেখার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।