অতীতে সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলির মতো ক্রিকেটাররা যে টুর্নামেন্টে খেলে গিয়েছেন, দীর্ঘদিন বন্ধ ছিল সেই পি সেন﷽ মেমোরিয়াল ট্রꦜফি। অবশেষে দীর্ঘ ৬ বছর পরে ফের ফিরছে বাংলার ক্রিকেট সংস্থার ঐতিহ্যশালী সেই টুর্নামেন্ট।
অতীতের মতো এবারের পি সেন ট্রফিতেও অংশ নিতে দেখা যাবে ভিনরাজ্যের একাধিক তারকা ক্রিকেটারকে। পঞ্জাব কিংসের ঋষি ধাওয়ান ও জিতেশ শর্মা খেলবেন ভবানিপুর ক্লাবের ꦐহয়ে। সৌরাষ্ট্রের চিরাগ জানিরও ভবানিপুরের হয়൩ে মাঠে নামার কথা। তারা চেষ্টা করেছিল কেকেআর দলনায়ক নীতীশ রানাকে মাঠে নামানোর। যদিও শেষমেশ সেটা সম্ভব হচ্ছে না।
বাংলার অভিষেক পোড়েলের সঙ্গে দিল্লি ক্যাপিটালসের সতীর্থ ললিত যাদব মাঠে নামবেন মোহনবাগানের জার্সিতে। একদা মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দেওয়া দীপক পুনিয়াকেও মাঠে নামাতে চলেছে সবুজ-মেরুন শিবির। মোহনবাগান রিঙ্কু সিংকে খেলা🅰নোর চেষ্টা চালিয়েছিল। তবে প্রস্তাবে রাজি হননি রিঙ্কু।
খিদিরপুর ক্লাবের হয়ে খেলতে দেখা যাবে দীর্ঘদিন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নামা সৌরভ তিওয়ারিকে। অনুকূল রায়েরও খেলার কথা ꦺছিল খিদিরপুরের হয়ে, যদিও তিনি কলকাতায় আসছেন না বলেই খবর।
আরও পড়ুন:- The Ashes: অ্যাশেজে ৮ বছরের সেঞ্চু🌟রি খরা কাটিয়ে ব্র্যাডম্যানকে টপকালেন জো রুট
১৮ জুন শুরু হচ্ছে ১০ দলের এই টুর্নামেন্ট। খেলা হবে নক-আউট ফর্ম্যাটে। ২৪ জুন ইডেনে খেলা হবে ফাইনাল ম্যাচ। ২২ জুন খেলা হবে ২টি সেমিফাইনাল ম্যাচ। ইডেন ছাড়াও টুর্নামেন্টের ম্যাচ আয়োজিত হবে সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে। এবছর পি সেন ট্রফিতে অংশ নিচ্ছে মোহনবাগান ক্লাব, এরিয়ান ক্লাব, ভবানিপুর ক্লাব, খিদিরপুর স্পোর্টিং ক্লাব, ইস্টার্ন রেলওয়ে স্পোর্টস অ্যাসোসিয়েশন, সিএবি প🌸্রেসিডেন্ট ইলেভেন, তপন মেমোরিয়াল, সিএবি ডিস্ট্রিক্ট ইলেভেন, বড়িশা স্পোর্টিং ও টাউন ক্লাব।
পি সেন ট্রফি ফিরিয়ে আনার কথা ঘোষণার সময় সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায় বলেন, ‘এই টুর্নামেন্টের একটা ইতিহাস রয়েছে♏। একটা ঐতিহ্য রয়েছে। অতীতে অনেক বিখ্যাত ভারতীয় ক্রিকেটাররা এই টুর্নামেন্ট খেলে গিয়েছিলেন। তাই এই টুর্নামেন্ট শুরু করাটা ভীষণ দরকার ছিল।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।