শুভব্রত মুখার্জি:- প্যারিসে আসন্ন অলিম্পিক গেমস শুরু হไতে বাকি আর মাত্র কয়েকটি দিন। ইতিমধ্যেই প্রায় সব দেশ তাদের দলগঠন শেষ করে ফেলেছে। ভারত ও তাঁর ব্যতিক্রম নয়। এবার তারা তাদের অলিম্পিক ইতিহাসে সবথেকে বড় দল নিয়ে যাচ্ছে প্যারিসে। ফলে এবারে দলের থেকে প্রত্যাশা ও বেশি। আশা করা হচ্ছে ভারত হয় তাদের গেমসের ইতিহাসে এবার সবথেকে বেশি পদক জিতবে। আর সেই বিষয়ে ক্রীড়াবিদ উৎসাহ জোগাতে কোন খামতি ছাড়ছে না ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন। তাদের তরফে আসন্ন প্যারিস অলিম্পিক গেমসে ভারতের হয়ে পদকজয়ীদের পুরস্কারমূল্য বাড়ানোর যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে বুধবার।এই খবর নিঃসন্দেহে বাড়তি উদ্যম যোগাবেন ভারতীয় ক্রীড়াবিদদের।
প্যারিস অলিম্পিক গেমসে ভারতের হয়ে সোনা জিতলেই সেই ক্রীড়াবিদকে দেওয়া হবে ১ কোটি টাকা। রুপোর পদকজয়ী ক্রী𝓡ড়াবিদ পাবেন ৭৫ লক্ষ টাকা। আর ৫০ লক্ষ টাকা পাবেন ব্রোঞ্জ পদকজয়ী অ্যাথলিটরা।ভারত সরকার বা রাজ্য সরকারগুলোর তরফে সেই পদকজয়ী নির্দিষ্ট অ্যাথলিটদেরকে যে আর্থিক পুরস্কার প্রদান করা হবে তাছাড়া ও ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের ঘোষনা করা এই অতিরিক্ত পুরস্কার মূল্য তারা পাবে। ২৬ জুলাই থেকে শুরু হবে এবারের অলিম্পিক গেমস। শেষ হবে ১১ অগস্ট। কেন্দ্রীয় সরকারের যে স্কিম রয়েছে তাতে অলিম্পিক গেমসে ভারতের হয়ে সোনার পদকজয়ী পান ৭৫ লক্ষ টাকা। ব্𝔍রোঞ্জজয়ী ৩০ লক্ষ এবং রুপোজয়ী পান ৫০ লক্ষ টাকা।
আরও পড়ুন… T20 WC 2024-এ শ্রীলঙ্কার হতাশাজনক পারফরমেন্♒স, পদত্যাগ করলেন দলের প্রধা🐷ন কোচ ক্রিস সিলভারউড
আইওএর তরফে প্রথমবার আর্থিক পুরস্কার সরাসরি ক্রীড়াবিদদের হাতে প্রদান করা হচ্ছে। ২০১৮ জাকার্তা পালেমব্যাঙ্গ এশিয়ান গেমস থেকে এই রীতি চাল🦄ু হয়। সেই সময়ে পাঁচ লাখ টাকা দেওয়া হয় স্বর্ন পদকজয়ীদের। তিন লাখ টাকা পান রুপোর পদকজয়ী এবং দুই লাখ টাকা পান ব্রোঞ্জ পদক জয়ী। ২০২১ টোকিও অলিম্পিক গেমসে সোনাজয়ী ৭৫ লক্ষ,রুপোজয়ী ৪০ লক্ষ এবং ব্রোঞ্জজয়ী ২৫ লাখ টাকা করে পেয়েছিলেন। সেই জায়গা থেকেই বাড়ানো হয়েছে প্যারিস গেমসে সম্ভাব্য পদকজয়ীদের জন্য। প্যারিসে আইওএ আশা করছে ব্যক্তিগত বিভাগ থেকে ভার🐭ত কমপক্ষে ১০ টি মেডেল পাবে। প্রতিদিন ৫০ ডলার করে অ্যালাউয়েন্স ও দেওয়া হবে প্রতিযোগীদের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।