শুভব্রত মুখার্জি: রবিবাসরীয় রাতে গুজরাটের আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলের ফাইনালে রাজস্থান রয়্যালস দলকে হারিয়েই শিরোপা জেতে গুজরাট টাইটানস দল। ১১ বল বাকি থাকতে ৭ উইকেট হাতে নিয়েই রাজস্থানকে হারিয়ে ফাইনাল জেতে গুজরাট। হার্দিক পান্ডিয়ার দুরন্ত বোলিংয়ে তারা রাজস্থানকে ১৩০ রানে আটকে রাখতে সমর্থ হয়। হার্দিক পান্ডিয়া ১৭ রানে ৩ উইকেট নেন। রান তাড়া করতে নেমে শুভমন গিলের অপরাজিত ৪৫ রান এবং ডেভিড মিলারের অপরাজিত ৩২ রান গুজরাটকে আইপিএলের শিরোপা জিততে সাহায্য করে। ম্যাচ শেষে অফিসিয়াল ব্রডকাস্টারদের সাক্ষাৎকার দিচ্ছিলেন গুজরাট টাইটানস দলের অলরাউন্ডার রাহুল তেওয়াটিয়া। সেসময় হঠাৎ করেই মজার ছলে ইন্টারভিউয়ের মাঝে ঢুকে বিঘ্ন ঘটান হার্দিক💞।
সাক্ষাৎকারে রাহুল তেওয়াটিয়া জানান 'কোয়ালিফায়ার ১-এ দলের মধ্যে একটা রিল্যাক্সড পরিবেশ ছিল। আমরা জানতাম এই মরশুমে আমরা ভালো খেলছি। ম্যাচকে যতটা সম্ভব শেষ ওভার পর্যন্ত নিয়ে যেতে চেষ্টা করেছি আমরা। যাতে করে ফিন💧িশাররা ম্যাচটা শেষ করতে পারে। আমি সবাইকে বলেছি আমার ব্যক্তিগত কোনও লক্ষ্য নেই। দলের জয়টাই আমার লক্ষ্য। আমাদের দলটা একেবারে নতুন দল। পার্টি কি হবে জানি না তবে আমার ঘুম যে হবে না সেটা জানি।'
তিনি আ♑রও যোগ করেন 'নিলামের পরে সবাই বলেছিল আমাদের দলে একজন ব্যাটারের কমতি হয়েছে। একজন অভিজ্ঞ ব্যাটারের অভাব রয়েছে। তবে টিম ম্যানেজমেন্ট যেভাবে ডেভিড মিলারকে এবং আমাকে সাপোর্ট দিয়েছে তা অসাধারণ। অধিনায়ক আমার প্রতি আস্থা দেখিয়েছে। আমাকে আস্থা জুগিয়েছ🙈ে যেভাবে ম্যাচ ফিনিশ করি সেভাবে করতে।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।