পরিচিত ছন্দে নেই, বড় রান করতে পারছেন না, ব্যাট হাতে আগের মতো ধারাবাহিক নন, নতুনদের জায়গা আটকে রেখেছেন, বড্ড স্লো ব্যাটিং, বেশ কিছুদিন ধরেই এমন 🍬ভুরি ভুরি অভিযোগ উঠে এসেছে চেতেশ্বর পূজারার বিরুদ্ধে। অবশেষে জোহানেসবার্গ টেস্টের পর পূজারা দরাজ সার্টিফিটেক পেয়ে গেলেন সুনীল গাভাসকরের মতো কিংবদন্তির🧸 কাছ থেকে।
সেটাই অবশ্য স্বাভাবিক। দল হারলেও প্রবল চাপ মাথায় নিয়ে ওয়ান্ডারার্সের দ্বিতীয় ইনিংসে যে রকম ব্যাটিং করেন পূজারা, তা দেখে একবারের জন্যও মনে হয়নি তিনি কোনও রকম চাপে রয়েছেন। এমনই সাবলীꦑল ছিল তাঁর আকর্ষক ইনিংসটি। গাভাসকর তো পূজারাকে তুলনা করলেন প্রাক্তন প্রোটিয়া তারকা হাসিম আমলার সঙ্গে।
সানির দাবি, আমলার ব্যাটিং দেখে যেমন মনে হতো যে, ক্রিকেটে পিচ বা বলের কোনও ভূমিকাই নেই, প🥀ূজারার ব্যাটিং দেখেও ঠিক তেমনই মনে হয়। গাভাসকর আরও জানান, শুধু মাౠঠেই নয়, বরং ড্রেসিংরুমেও এমন ধৈর্য্যশীল ক্রিকেটার পাওয়া ভাগ্যের বিষয়।
S๊uperSport-এ গাভাসকর বলেন, ‘যখন আমি ওর (পূজারার) দিকে তাকাই, আমার আমলার কথা মনে পড়ে। আমলার ব্যাটিং দেখে মনে হতো সবকিছু শান্ত এবং পরিস্থিতি আয়ত্তের মধ্যে রয়েছে। বল হয়ত নড়াচড়া করছে, পিচ এমন যেখানে বল ঘুরছে, এমনকি ভার꧃তেও যখন আমলা ব্যাট করত, দেখে মনে হতো যেন কিছুই হচ্ছে না। পূজারাকে দেখেও ঠিক তেমনই মনে হয়।’
গাভাসকর আরও বলেন, ‘ড্রেসিংরুমে এমন ধীর-স্থির মেজাজের ক্রিকেটার পাওয়া ভাগ্যের বিষয়। শুধুমাত্র মাঠেই নয়, সাজঘরেও পূজারার মতো এমন ෴ধৈর্য্যশীল ক্রিকেটার থাকা ইতিবাচক বিষয়। কেননা আন্তর্জাতিক ক্রিকেটে অনেক সময় এমন টেনশনের পরিস্থিতি তৈরি হয়, যখন এটা করা উচিত, ওটা করা উচিত বলে মনে হয়। তখন এমন কাউকে দরকার হয়, যে ঠান্ডা মাথꦡায় ভাবতে পারে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।