ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনিকে মেন্টর হিসেবে নিযুক্ত করার পর থেকেই নানা জল্পনা চলছে। অনেকেই আবার বলতে শুরু করেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর যেহেতু ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রীর মেয়াদ শেষ𝐆 হয়ে যাচ্ছে, সে কারণেই অনেকেই ধোনিকে ওই জায়গায় দেখতে আগ্রহী। আর এক পক্ষের দাবি আবার, এখনই কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য তৈরি নন ধোনি।
ভারতের প্রাক্তন তারকা উইকেটকিপার ক্রিকেটার ফারুক ইঞ্জিনিয়ার আবার মনে করেন, ধোনিকে বিশ্বকাপ পরবর্তী অধ্যায়েও ভারতীয় দলে ব্যবহার করা উচিত। এক সংবাদমাধ্যমের ক༒াছে ফারুক ইঞ্জিনিয়ার দাবি করেছেন, ‘আমি কিছুটা অবাক হয়ে গিয়েছিলাম ধোনিকে এই পদে দেখে। কিন্তু কেন এই দায়িত্ব দেওয়া হবে না? আইপিএলেও মেন্টর রয়েছে। ধোনির সঙ্গে সব সময়ের জন্য মিডাস টাচ রয়েছে। আর ও যা কিছু স্পর্শ করে, সেটাই সোনা হয়ে যায়। আমি আশা করছি, ধোনির জন্য আমাদের আমাদের ভাগ্য আরও খুলবে। এবং অবশ্যই ওর অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ। ও বিশ্বকাপজয়ী অধিনায়ক বলে কথা। ড্রেসিংরুমে ওর উপস্থিতি টিমে একটা প্রভাব ফেলবে।’
এ♍র সঙ্গেই তিনি যোগ করেছেন, ‘মেন্টররা কী করে? এটা সম্মানীয় একটি পদ। সচিন তেন্ডুলকরও মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর। সচিনের মতো কেউ দলে থাকাটাই আলাদা প্রভাব ফেলে। আমাদের সময়ে, একবার খেলা ছেড়ে দিলে মানুষ আমাদ♏ের ভুলে যেত। কিন্তু এখন ভক্তরা ভোলে না। যদি ভাল এবং আকর্ষণীয় ক্রিকেটার হওয়া যায়, তা হলে ভক্তরা সারা জীবন মনে রাখবে।’
এখানেই থামেননি তিনি। তিনি আরও বলেছেন, ‘ধোনি মেন্টর হিসেবে নিযুক্ত হওয়ায় টিমের সঙ্গেই থাকবে। ওর অভিজ্ঞতা, ওর ঠাণ্ডা মাথা, এ সব কিন্তু টিমের অনুপ্রেরণা হবে। বিসিসিআই যে এ রকম একটা সিদ্ধান্ত নিয়েছে, তাতে আমি খুব খুশি।’ এর সঙ্গেই তিনি আরও একটি গুরুত্বপূর্ণ কথা ধোনি সম্পর্কে মনে করিয়ে দিয়েছেন। বলেছেন, ‘আমি যতদূর জানি, ধোনি কোনও কিছুর মধ্যে নিজে থেকে মাথা গলায় না। তবে যদি ও দেখে আরও কিছু করলে, টিমের ভাল হবꦜে, তা হলে আমি নিশ্চিত ও খুব বুদ্ধিমত্তার সঙ্গে সেই বিষয়ে রবি এবং বিরাটকে পরামর্শ দেবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।