শুভব্রত মুখার্জি : লেজেন্ডস লিগ ক্রিকেট খেলতে যোধপুরে এসে পဣৌঁছেছেন বিশ্বকাপ জয়ী প্রাক্তন তারকা অলরাউন্ডার শেন ওয়াটসন। রাজস্থানের যোধপুরে পা রেখেই তাঁর মন্তব্য ‘ঘরে ফিরলাম’। উল্লেখ্য দীর্ঘ দিন আইপি🌌এল খেলেছেন ওয়াটসন। একদম প্রথম দিকে তিনি খেলেছেন রাজস্থান রয়্যালসের হয়ে। ২০০৮ সালে প্রথম বার, যে বার রাজস্থান চ্যাম্পিয়ন হয়েছিল সে বার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। স্বাভাবিক ভাবেই রাজস্থানের যোধপুরে পা রেখেই আবেগপ্রবণ ওয়াটসন। এই শহরকে তিনি তাঁর দ্বিতীয় ঘরে ফেরা বলে ব্যাখ্যা করেছেন।
আরও পড়ুন: শেষ বলে রুদ্ধশ্বাস ম্যাচ জ༺িতেও লেজেন্ডস লিগ থেকে ছিটকে গেলেন হ🐼রভজনরা
রাজস্থানের পরিবেশ বা পরিস্থিতি তাঁর কাছে একেবারেই অচেনা নয়। এখানকার ২২ গজের স🗹ঙ্গেও তাঁর পরিচিতি দীর্ঘ দিনের। ফলে এ বার লেজেন্ডস লিগ খেলতে রাজস্থানে পা রেখেই তাঁর যে ঘরে ফেরার অনুভূতি হয়েছে, সে কথা প্রকাশ্যেই জানিয়েছেন তিনি। এক সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন, ‘আমি ঘরে ফিরে এসেছি। যখন খেলতাম তখন এই রাজ্যের সঙ্গে আমার একাধিক স্মৃতি জড়িয়ে রয়েছে। আমি 💙সেই যোগটা ফের অনুভব করেছি। যখন আমি ফের এখানে পা রেখেছি তখন সেই যোগটা অনুভব করেছি।’
আরও পডಌ়ুন: চার-ছক্কার ঝড় তুললেন গেইল, কিংসকে প্লে-অফে তু🦹ললেন ইউসুফ
তিনি যোগ করেন, ‘এই রাজ্যের ক্রিকেট অনুরাগীরা আমাকে ভালোবাসে। আমি তাদের এই ভালোবাসায় সব সময় আপ্লুত। আমি এখানে খেলতে মুখিয়ে।’ এই সাংবাদিক সম্মেলনে শেন ওয়াটসন ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন নিউজিল্যান্ড অধিনায়ক রস টেলর, ভারতের হয়ে টি-২০ বিশ্বকাপজয়ী শ্রীসন্থ। আয়ারল্য🧸ান্ডের তারকা কেভিন ওব্রায꧃়েন, লেজেন্ডস লিগের সিইও এবং যৌথ প্রতিষ্ঠাতা রমন রাহেজা।
ওয়াটসন জানিয়েছেন ‘আমি টুর্নামেন্টকে একেবারে সামনে থেকে দেখছি। এখানে খেলতে আ𒆙সতে পারাটা আমার কাছে সম্মানের। আমি জানি ক্রিকেটাররা🌳 প্রত্যেকেই নিজেদের সীমাকে অতিক্রম করছে খেলতে গিয়ে। ক্রিকেট খেলাটার প্রতি দায়বদ্ধতা থেকেই এটা করছে সবাই। আপনি অবসর নিয়েছেন কি নেননি তার আলাদা করে কোন গুরুত্ব নেই। সবাই নিজের সেরাটা দিয়েই খেলছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।