শুভব্রত মুখার্জি: পাকিস্তান ক্রিকেটের নবতম 'সেনসেশান' পেসার মহম্মদ হাসনাইন। তবে ক্রিকেট ক্যারিয়ারের শুরুতেই হঠাৎ করে যেন জোর ধাক্কা খেয়েছেন হাসনাইন। ২১ বছর বয়সি পেসারের বোলিং অ্যাকশন রিপোর্টেড হয়েছে। ফলে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তার উপর। ফলে আপাতত ক্রিকেট থেকে দূরে থাকতে হচ্ছে তাকে। এই 🐼'কঠিন'সময়ে তিনি নিজের অতীত দিনের বোলিং পারফরম্যান্স দেখেই সময় কাটাচ্ছেন বলে জানালেন হাসনাইন।
২১ বছর বয়সি নবীন এই পেসারের অ্যাকশন রিপোর্টেড হয় সদ্য শেষ হয়া বিগ ব্যাশ লিগে। আম্পায়র জেরার্ড অ্যাবড তার বোলিং অ্যাকশনের বিরুদ্ধে রিপোর্ট করেন। সিডনি থান্ডার্স বনাম অ্যাডিলেড স্ট্র🦩াইকার্স ম্যাচেই ঘটেছিল এই ঘটনা। আইসিসির অনুমোদিত ১৫ ডিগ্রির বেশি তার কনুই বোলিংয়ের সময়তে ভাজ হয়ার ফলেই এই সমস্যা। এই কারণের ফলে চলতি পিএসএল থেকেও তাকে সরিয়ে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই সময়টাকে তিনি ব্যবহার করছেন তার বোলিং অ্যাকশনকে শুধরাতে। প্রসঙ্গত ২০১৯ সালে পাকিস্তান সিনিয়র দলের হয়ে অভিষেক হয়ার পরবর্তীতে হাসনাইন ইতিমধ্যেই ৮ টি ওয়ানডে ম্যাচ এবং ১৮ টি টি-২০ ম্যাচ খেলে ফেলেছেন।
হাসনাইনের পিএসএল ফ্রাঞ্চꦏাইজি কোয়েট্টা গ্লাডিয়েটর্স তাদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিয়ো আপলোড করেছে। যেখানে হাসনাইন জানিয়েছেন 'বিগ ব্যাশ লিগের আগে আমি যথেষ্ট পরিমাণ ক্রিকেট খেলেছি। আমি কখনও ভাবতেও পারিনি যে আমার হাত ১৫ ডিগ্রির বেশি ভাঙে। আমি এরকম ঘটনা যে ঘটতে পারে তা আশাই করিনি। যখন প্রথম ঘটনাটা ঘটল তারপর থেকে আমি আমার পুরনো দিনের বোলিং পারফরম্যান্সের ভিডিয়ো দেখা শুরু কর♊ি এই 'কঠিন' সময় কাটাতে। বিগ ব্যাশ মাঝপথে ছেড়েই আমি দেশে ফিরি পিএসএলে খেলার লক্ষ্যে। পিএসএলের মাঝপথেই খবর পাই আমার উপর আইসিসি নিষেধাজ্ঞা জারি করেছে। আমি বিষয়টি মিটিয়ে প্রত্যাবর্তনের বিষয়ে আশাবাদী।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।