পাকিস্তানের ওপেনার ব্যাটসম্যান ইমাম-উল-হক চান তার দলের অধিনায়ক বাবর আজ🃏ম যেন ক্রিকেটের প্রতিটি ফর্ম্যাটে বিরাট কোহলির চেয়ে এগিয়ে থাকেন। ইমাম উল হক বলেছেন, আমি চাই বাবর প্রতিটি ফর্ম্যাটে বিরাটের চেয়ে ৩-৪ হাজার রান বেশি করুক। ইমাম-উল-হকের মন্তব্য এমন সময়ে এসেছে যখন বিরাট কোহলি ফর্মের জন্য লড়াই ক🅠রছেন।
আরও পড়ুন… ENG vs IND: লর্ডসের ম্যাচ জিতেই সিরিজ ওজয়ের হুঙ্কার দিলেন রিস টপল൲ি
ইমাম উল হক বলেছেন, ‘বিরাট কোহলি একজন কিংবদন্তি ক্রিকেটার এবং এই বিষয়ে কোন সন্দেহ নেই। যদি কেউ ২৪০টির বেশি ম্যাচ খেলে থাকে এবং কেউ ৮০টি ম্যাচ খেলে থাকে, তাহলে আপনি তাদের তুলনা করতে পারবেন না। আপনি যদি এখনই তারꩵ ক্♔যারিয়ারের তুলনা করেন, বাবর অনেক এগিয়ে, কিন্তু আমার সেরা বন্ধু এবং পাকিস্তানের অধিনায়ক হিসেবে আমি চাই সে কোহলির বহু রেকর্ড ভেঙে ফেলুক।’
আরও পড়ুন… ENG vs IND: লর্ডসের ম্যাচ জিতেই সিরিজ জয়ের হুঙ্কার দিলেন রিস🐻 টপলি
পাকিস্তানের এই খেলোয়াড় আরও বলেন, ‘আমি বুঝতে পারছি না এই মুহূর্তে তাদের তুলনা করা হচ্ছে✱ কেন। একজনের রান ১০ হাজারের বেশি। হ্যা♛ঁ, ক্যারিয়ার শেষে আমি চাই বাবর প্রতি ফর্ম্যাটে কোহলির চেয়ে তিন থেকে চার হাজার রান বেশি করুক।’
আরও পড়ুন… ENG vs IND: লর্ডসের ম্যাচ জিতেই সিরিজ জয়ের হুঙ্ক💖ার দিল🍎েন রিস টপলি
উল্লেখযোগ্যভাবে, বিরাট কোহলি বর্তমানে বাবর আজমের চেয়ে এগিয়ে রয়েছেন। তার ক্যারিয়ারেও তার চেয়ে বেশি সময় এসেছেন। আরেকটি বিশেষ বিষয় হল বাবর আজম ভালো ফর্মে আছেন, অন্যদিকে বিরাট কোহলির ক্যা🤡রিয়ারে গত আড়াই বছর ধরে নিজের সেরা ফর্ম খুঁজচ্ছেন। ২০১৯ সাল থেকে বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করতে পারেননি। এমন পরিস্থিতিতে বিরাট কোহলির পরিসংখ্যানেও পার্থক্য দেখা দিয়েছে। তবে সবাই বিশ্বাস করেন যে বিরাট কোহলি তার হারানো ফর♔্ম ফিরে পাবেন। কোহলি কতদিনের মধ্যে আবার কেরিয়ারের উচ্চতায় ফিরতে পারেন সেটাই এখন দেখার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।