আইসিসির দশকের সেরা মহিলা টি-২০ দলে জায়গা করে নিলেন ভারতের দুই তারকা। ভারতের টি-২০ ক্যাপ্টেন হরমনপ্রীত কউর ছাড়াও এই দলে রয়েছেন লেগ-স্পিনার পুণম যাদব। যদিও হরমনপ্রীত ক্যাপ্টেন হিসেবে নয়, দশ বছরের সেরা দলে রয়েছ♛েন বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে।
মেয়েদের ওয়ান ডে দলের মতোই টি-২০ দলে𒆙রও ক্যাপ্টেন্সি হাতে পেয়েছেন অ♒স্ট্রেলিয়ার মেগ ল্যানিং। টি-২০ দলে অস্ট্রেলিয়ার ক্রিকেটারের সংখ্যা সবথেকে বেশি। অস্ট্রেলিয়ার মোট চারজন ক্রিকেটার রয়েছেন দশকের সেরা টি-২০ দলে।
অজ𓆏ি উইকেটকিপার অ্যালিসা হিলির সঙ্গে অপর ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন নিউজিল্যান্ডের সোফি ডিভাইন। তিন নম্বরে রয়েছেন ন꧒িউজিল্যান্ডেরই সুজি বেটস। চার, পাঁচ ও ছ'নম্বরে রয়েছেন যথাক্রমে মেগ ল্যানিং, হরমনপ্রীত ও স্টেফানি টেলর।
ব্যাটিং অর্ডারের সাত ও আট নম্বরে রয়েছেন যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজের দিয়েন্দ্রা ডটিন ও অস্ট🐽্রেলিয়ার এলিস পেরি। বোলিং লাইনআপ෴ে রয়েছেন ইংল্যান্ডের অ্যানা শ্রুবসোল, অস্ট্রেলিয়ার মেগান শুট ও ভারতের পুণম যাদব।
দশকের সেরা টি-২০ দল: অ্যালিসা হিলি (উইকেটকিপার), সোফি ডিভাইন, সুজি বেটস, মে♚গ ল্যানিং (ক্যাপ্টেন), হরমনপ্রীত কউর, স্টেফানি টেলর, দিয়েন্দ্রা ডটিন, এলিস পেরি, অ্যানা শ্রুবসো♏ল, মেগান শুট ও পুণম যাদব।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।