পাকিস্তানের কাছে ওয়ান ডে সিরিজ হেরে বসায় এখনই আইসিসি ম♐েনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ টেবিলে ভারতকে টপকে যাওয়া হল না অস্ট্রেলিয়ার। একটি ম্যাচ জিতলেই রোহিতদের টপকে প্রথম তিনে ঢুকে পড়তেন অ্যারন ফিঞ্চরা। তবে তা না হওয়ায় আপাতত লিগ টেবিলের ৪ নম্বরে ♔থেকে যেতে হয় অস্ট্রেলিয়াকে।
অন্যদিকে লাহোরের তৃতীয় ওয়ান ডে ম্যাচ জিতে পাকিস্তান তাদের পয়েন্ট সংখ্যা বাড়িয়ে নেয় বটে, তবে তাতে লিগ টেবিলে তাদের অবস্থান বদল হয়নি। আপাতত লিগ টেবিলে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন বাবর আজমরা। সুপার লিগের অন্তর্গত আর একটি ম♎্যাচ জিতলেই পয়েন্ট টেবিলে বড়সড় লাফ দিতে পারে পাকিস্তান।
নিউজিল্𓂃যান্ড ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ জিতে সুপার লিগ ট𓄧েবিলের প্রথম দশে ঢুকে পড়ে। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজকে পিছনে ফেলে তারা ১১ নম্বর থেকে চলে আসে নয়ে।
আপাতত লিগ টেবিলের শীর্ষে রয়েছে বাংꦆলাদেশ। দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। ভারত তিন নম্বরে জায়গা ধরে রেখেছে।
আইসিসি মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ টেবিল:-১. বাংলাদেশ: ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট।২. ইংল্যান্ড: ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট।৩. ভারত: ১২ ম্যাচে ৭৯ পয়েন্ট।৪. অস্ট্রেলিয়া: ১২ ম্যাচে ৭০ পয়েন্ট।৫. আফগানিস্তান: ৯ ম্যাচে ৭০ পয়েন্ট।৬. আয়ারল্যান্ড: ১৮ ম্যাচে ৬৮ পয়েন্ট।৭. শ্রীলঙ্কা: ১৮ ম্যাচে ৬২ পয়েন্ট।৮. পাকিস্তান: ১২ ম্যাচে ৬০ পয়েন্ট।৯. নিউজিল্যান্ড: ৫ ম্যাচে ৫০ পয়েন্ট।১০. ওয়েস্ট ইন্ডিজ: ১৫ ম্যাচে ৫০ পয়েন্ট।১১. দক্ষিণ আফ্রিকা: ১৩ ম্যাচে ৪৯ পয়েন্ট।১২. জিম্বাবোয়ে: ১২ ম্যাচে ৩৫ পয়েন্ট।১৩. নেদারল্যান্ডস: ৯ ম্যাচে ২৫ পয়েন্ট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।