তীরে এসে তরী ডুবল বাংলাদেশের 'ব্র্যাডম্যান' মুশফিকুর রহি🐈মের। মে'তে আইসিসির সেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হলেন🦹 অ্যাঞ্জেলো ম্যাথিউস। শ্রীলঙ্কার প্রথম খেলোয়াড় হিসেবে সেই পুরস্কার জিতলেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) তারকা। গত বছরের জানুয়ারি থেকে যে পুরস্কার প্রদান করা হচ্ছে।
এবার আইসিসির মাসের সেরা খেলোয়াড়ের দৌড়ে ছিলেন ম্যাথিউস, মুশফিকুর এবং শ্রীল🌊ঙ্কার অসিথা ফার্নান্দো। সেই লড়াইয়ে শেষ হাসি হেসেছেন ম্যাথিউস। যিনি বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে দারুণ ছন্দে ছিলেন। দুটি টেস্টে ৩৪৪ রান করে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন। হাঁকিয়েছিলেন দুটি শতরান। চট্টগ্রামের মাত্র এক রানের দ্বিশতরান ফস্কে গিয়েছিল। আউট হয়ে গিয়েছিলেন ১৯৯ রানে।
আরও পড়ুন: IPL 🍷Media Rights: ম্যাচপিছু ৫৭.৫ ক✅োটি টাকা, মোট ২৩,৫৭৫ কোটিতে বিক্রি IPL-র টিভি স্বত্ব: রিপোর্ট
এমনিতে সেই সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন মুশফিকুরও। সিরিজের প্রথম টেস্টে শতরানের পর বাংলা🔥দেশের ক্রিকেট ইতিহাসꦿে অন্যতম সেরা খেলোয়াড় মুশফিকুর বলেছিলেন, ‘আমি সেঞ্চুরি করলেই লোকে বাংলাদেশের মানুষ আমায় ব্র্যাডম্যানের সঙ্গে তুলনা করেন। কিন্তু যখন আমি রান করতে ব্যর্থ হই, তখনই আমায় নিয়ে সমালোচনা শুরু হয়।’
আরও পড়ুন: এক ম্যাচেও খেলায়নি KKR🍌, সেই তারকাই জেতাচ্ছেন দেশকে! ২২ বলে করলেন ৪৩, পেলেন উইকেট
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।