নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে দ🤡ুর্দান্ত পারফর্ম্য়ান্সের সুবাদে বিশ্বব়্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন চামারি আতাপাত্তু। তিন ম্যাচে ২টি শতরান-সহ মোট ২৪৮ রান সংগ্রহ করেন শ্রীলঙ্কার ক্যাপ্টেন। ফলে অস্ট্রেলিয়ার বেথ মুনিকে সরিয়ে আইসিসির এক নম্বর মহিলা ওয়ান ডে ব্যাটারের মুকুট মাথায় পরেন তিনি।
প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজে হারানোর পরেই ফের খুশির খবর শ্রীলঙ্কার মহিলা ক𒅌্রিকেটে। কেননা এই প্রথম শ্রীলঙ্কার কোনও মহিলা ক্রিকেটার বিশ্বের এক নম্বর ব্যাটারের সম্মান✅ অর্জন করলেন।
ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়ে আতাপাত্তু শ্রীলঙ্কার দ্বিতীয় ব্যাটার, যিনি আইসিসি ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন। তাঁর আগে শ্রীলঙ্কার প্রথম ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অ🐟র্জন করেন সনৎ জয়সূর্য।
চামারি ৬ ধাপ লাফ দিয়ে সিংহাসনে বসায় ওয়ান ডে ব্যাটারদের প্রথম দশে বিস্তর রদবদল হয়। ব্যক্তিগত ব়্যাঙ্কিংয়ে এক ধাপ করে পিছিয়ে যেতে হয় বেথ মুনি, লরা উলভার্ট, ন্যাট সিভার, মেগ ল্যানিং, হরমনপ্রীত কৌর ও স্মৃতি মন্ধনাকে। ইং♓ল্যান্ডের ট্যামি বিউমন্ট এক ধাপ উঠে ওয়ান ডে ব্যাটারদের তালিকায় প্রথম দশে ঢুকে পড়েন।
ꦇহরমনপ্রীত ও মন্ধনা আপাতত মহিলা ওয়ান 𒐪ডে ব্যাটারদের তালিকায় যথাক্রমে ছয় ও সাত নম্বরে অবস্থান করছেন। দীপ্তি শর্মা রয়েছেন ২০ নম্বরে। শেফালি বর্মা জায়গা করে নিয়েছেন ৩৬ নম্বরে।
আইসিসির সেরা ১০ মহিলা ওয়ান ডে ব্যাটার:-
১. চামারি আতাপাত্তু (শ্রীলঙ্কা)
২. বেথ মুনি (অস্ট্রেলিয়া)
৩. লরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা)
৪. ন্যাট সিভার (ইংল্যান্ড)
৫. মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া)
৬. হরমনপ্রীত কৌর (ভারত)
৭. স্মৃতি মন্ধনা (ভারত)
৮. এলিস পেরি (অস্ট্রেলিয়া)
৯. স্টেফানি টেলর (ওয়েস্ট ইন্ডিজ)
১০. ট্যামি বিউমন্ট (ইংল্যান্ড)
আরও পড়ুন:- Ashes 2023: ছক্কার ছড়াছড়ি, লর্ডস টেস▨্টেꩲ বেন স্টোকস ছয় মেরেই ভাঙলেন হাফ-ডজন রেকর্ড
ওয়ান ডে বোলারদের প্রথম দশে ভারতের রাজেশ্বরী গায়কোয়াড় রয়েছেন ৮ নম্বরে। দীপ্ত𝓀ি শর্মা রয়েছেন 𒉰১০ নম্বরে। শীর্ষে রয়েছে ইংল্যান্ডের সোফি একলেস্টোন।
আইসিসির সেরা ১০ মহিলা ওয়ান ডে বোলার:-
১. সোফি একলেস্টোন (ইংল্যান্ড)
২. জেস জোনাসেন (অস্ট্রেলিয়া)
৩. শাবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা)
৪. মেগান শুট (অস্ট্রেলিয়া)
৫. হেইলি ম্যাথিউজ (ওয়েস্ট ইন্ডিজ)
৬. কেট ক্রস (ইংল্যান্ড)
৭. আয়াবঙ্গা খাকা (দক্ষিণ আফ্রিকা)
৮. রাজেশ্বরী গায়কোয়াড় (ভারত)
৯. মারিজান কাপ (দক্ষিণ আফ্রিকা)
১০. দীপ্তি শর্মা (ভারত)
ওয়ান ডে অল-রাউন্ডারদের তালিকায় দীপ্ꦐতি শর✤্মা রয়েছেন ছয়ে। এক নম্বরে অবস্থান করছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউজ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।