২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে কেএল রাহুলের হতাশাজনক পারফরম্যান্স অব্যাহত রয়েছে। এমনকি নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচেও, রাহুল ব্যাট হাতে মুগ্ধ করতে ব্যর্থ হয়েছেন এবং মাত্র ৯ রান করে&𝔉nbsp;LBW আউট হয়ে যান। যদিও রাহুল আউট ছিলেন কিনা সেটা নিয়ে প্রশ্ন থাকবেই। কারণ কেএল রাহুল DRS এর ব্যবহার করেননি এবং আম্পায়ার তাঁকে আউট ঘোষণা করে দেন। রাহুলের ডিআরএস না নেওয়া নিয়ে এখন প্রশ্ন উঠছে। রাহুলের ডিআরএস না নেওয়ায় হতবাক ভারতের প্রাক্তন বিস্ফোরক ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ। রাহুলের এমন আউটের পরে বড় প্রতিক্রিয়া দিলেন বীরু।
আরও পড়ুন… পাকিস্তানের বꦦিরুদ্ধে জিততে না পারলে অবসর নিতেন! রবিচন্দ্রন অশ্বিনের স্বীকারোক্তি
নেদারল্যান্ডসের বিরুদ্ধে, কেএল রাহুল ডিআরএস ব্যবহার করেননি এবং LBW আউট হয়েছিলেন। মাঠের আম্পায়ার রাহুলকে আউট দিয়েছিলেন কিন্তু রিপ্লেতে স্পষ্ট দেখা গিয়েছিল বল উইকেটে লাগছিল না। রাহুল ডিআরএস না নেওয়ার বিষয়ে এখন প্রতিক্রিয়া জানিয়েছেন বীরেন্দ্র সেহওয়াগ। ভারতের প্রাক্তন ওপেনার বলেন, ‘একজন কেএল রাহুল আছেন, তিনি যদি ডিআরএস নিতেন, তবে তিনি আরও রান করতেন। তিনি আউট ছিলেন না, সে জান♒েই না যে সে কি নেয়নি।’
আরও পড়ুন… ভিডিয়ো: নিজের শট দেখে নিজেই চমক🏅ে গেলেন বিরাট, ভাইরাল হল ‘কিং’ কোহলির প্রতিক্রিয়া
সেহওয়াগ আরও বলেন, ‘আমি ২০১১ বিশ্বকাপে নিয়ম করেছিলাম, বল আমার প্যাডে আঘাত করলে আমি ডিআর🎃এস নেবই। আপনার জন্য একটি DRS আছেই। একটি আমার জন্য, অন্য ১০ জন খেলোয়াড়ের জন্য একটি DRS আছে। কখন সেটা নেবেন তা আপনাকেই ঠিক করতে হবে। আমি একটা নিয়েছিলাম।’ সেহওয়াগ বলেছিলেন যে ‘আপনি যদি ভালো ফর্মে থাকেন তবে আপনার ডিআরএস নেওয়া উচিত এবং আপনি যদি না থাকেন তবে অবশ্যই এটি নিন। সকলের ফর্মে ফিরে আসা দরকার।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।