সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে ভারতীয় মহিলা দলের স্পিন বোলার দীপ্তি শর্মা এমন কিছু করলেন যা নিয়ে বাইশ গজে বিতর্ক তৈরি হয়েছে। সেই ম্যাচে ইংলিশ মহিলা ব্যাটার শার্লট ডিনকে মানকাডিং রানআউট করেছিলেন দীপ্তি। আইসিসির নতুন নিয়ম অনুযায়ী এই রান আউট সম্পূর্ণ বৈধ, তবে ইংল্যান্ডের অনেꦦক ক্রিকেটার এটাকে খেলার চেতনার বিরুদ্ধে বলে মনে করেন।
এই বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। ভারতের কিংবদন্তি রবি শাস্ত্রী বলেছেন যে তিনি ম্যা মানকাডিংকে (রানআউট) ভুল মনে করেন না। তার মতে, এটা খেলার নিয়ম। তার মতে একজন ব্যাটারকে বল করার সময়ে নন স্ট্রাইকে থাকার সময়ে ক্রিজের ভিতরে উপস্থিত থাকতে হবে। তিনি আরও বলেন, একজন কোচ 💃হিসেবে আমি আমার বোলারদের মানকাডিং (রানআউট) 🍌করতে অর্ডার দেব।
আরও পড়ুন… সাদা বলে সেরা ক্রিকেটার - কোহলির প্রশংসায় কি সচিনকে ꧒খোঁচা পন্টিংয়ের?
রবি শাস্ত্রী আরও বলেন, ‘আমার মতামত খুবই পরিষ্কার। এটি একটি আইন। ননস্ট্রাইকে দাঁড়িয়ে থাকা একজন ব্যাটারকে বল করার আগের মুহূর্ত পর্যন্ত তার ক্রিজের বাইরে যাওয়া উচিত নয়। ক্রিকেট আইন অনুযায়ী, যদি কোনও🙈 ব্যাটসম্যান বোলারের বল ছোঁড়ার আগে ক্রিজ ছেড়ে চলে যান, একজন বোলার তাঁকে রান আউট করতে পারেন। একজন কোচ হিসেবে আমি আমার বোলারকে মানকাডিং (রানআউট) করার সুপারিশ দেব। এটা ফাউল নয়, এটা খেলার নিয়ম।’
রবি শাস্ত্রী আরও বলেন, ‘এই নিয়ম মা♛নকাডিং (রানআউট) নিয়ে অনেক আলোচনা চলছে। এর আগে মানকাডিং (রানআউট) নিয়ে কোনও নিয়ম ছিল না। কিন্তু এখন এটা নিয়মে পরিণত হয়েছে।’ রবি শাস্ত্রীꦦ আরও বলেন, ‘আমার আপত্তি আছে যে আপনি প্রথমবার ব্যাটসম্যানকে সতর্ক করেছেন। ব্যাটসম্যান দ্বিতীয়বার ভুল করলে বোলার মানকাডিং (রানআউট) আউট করবে। এটি অনেকটা সেই রকম হবে যেখানে, ব্যাটসম্যান ফিল্ডারের কাছে গিয়ে বলবে আপনি একবার ক্যাচ ফেলে দিয়েছেন এবার দ্বিতীয়বার আপনি ক্যাচটি ধরতে পারেন।’
আরও পড়ুন… ‘বিরাট কোথায়? কোহলি ছাড়া টꦗিম ইন্ডিয়া!’ ICC ভিডিয়ো ঘিরে নতুন বিতর্ক
রবি শাস্ত্রী বলেন, ‘আপনি যদি ক্রিজের বাইরে যান, তাহলে ভুল সু🔯বিধা নিচ্ছেন। রবি শাস্ত্রী আরও বল💜েছিলেন যে ম্যাচ জিততে যদি এক বলে এক রানের প্রয়োজন হয় তবে বোলাররা মানকাডিং (রানআউট) করবেন না বলে আপনি কী মনে করেন? বোলাররা অবশ্যই সেটা করবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।