ভারতের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের হাই ভেল্টেজ মꦚ্যাচের আগে আশঙ্কার কালো মেঘ পাকিস্তান শিবিরে। অনুশীলনে চোট পাওয়ায় হাসপাতা๊লে নিয়ে যেতে হল নির্ভরযোগ্য ব্যাটসম্যানকে।
মেলবোর্নের নেটে অনুশীলনের সময় দুর্ঘটনার কবলে পড়েন পাক তারকা শান মাসুদ। মহম্মদ নওয়াজের জোরালো শট তাঁর মাথায় এসে লাগে বলে খবর। চোটের জায়গায় স্ক্যান করাꦚনোর জন্য মাসুদকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যওয়া হয়েছে বলেও শোনা যাচ্ছে। ডাক্তাররা তাঁর চোট পরীক্ষা করে দেখার পরেই পরবর্তি সিদ্ধান্ত নেওয়া হবে।
আপাতত পাকিস্তꦿান ক্রিকেট বোর্ডের তরফে শান মাসুদের চোট নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। আইসিসির তরফেও 🐈কোনও আপডেট দেওয়া হয়নি মাসুদের চোটের প্রসঙ্গে।
বিস্তারিত পড়ুন:- T20 Worlꦆd Cup 2022: ‘বীরু-বাবা’র ভবিষ্যদ্বাণী, বিশ্বকাপের ফাইনালে উঠবে কারা?
মাসুদ পাকিস্তানের হয়ে এখনও পর্যন্ত মোট ১২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। ২টি অর্ধশতরান-সহ সংক্ষিপ্ত ফর্ম্যাটে দেশের হয়ে ২২০ রান সংগ্রহ করেছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ বিশ্🍸বকাপের প্রস্তুতি ম্যাচে তিনি ৩৯ রানের আত্মবিশ্বাস꧟ী ইনিংস খেলেন। তার আগে লাহোরে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টি-২০ ম্যাচে ৫৬ রানের অনবদ্য ইনিংস খেলেন মাসুদ।
উল্লেখ্য, আগামী রবিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারতের বিরুদ্ধে উত্তেজক ম্যাচ দিয়ে টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান। তার আগে মাসুদের চোট নিঃসন্দেহে বড় ধাক্কা হিসেবেই বিবেচিﷺত হতে পারে পাক শিবিরে। ইতিমধ্যেই চোটের জন্য পাকিস্তানকে তাদের বিশ্বকাপ স্কোয়াডে রদবদল করতে হয়েছে। আঙুলে চিড় ধরায় উসমান কাদিরকে মূল স্কোয়াড থেকে সরিয়ে দেওয়া হয়। বদলে মূল স্কোয়াডে ঢুকে পড়েন ফখর জামান। কাদিরকে যদিও রিজার্ভ ক্রিকেটারদের তালিকায় ধরে রাখা হয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।