শুভব্রত মুখার্জি: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সিডনিতে বুধবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল পাকিস্তান এবং নিউজিল্যান্ড। সেই ম্যাচে নিউজিল্যান্ড দলের বিরুদ্ধে কার্যত একপেশে ম্যাচে জিতে ফাইনালে চলে গিয়েছে পাকিস্তান। ৭ উইকেটের বিরাট বড় ব্যবধানে জয় পেয়েছে তারা। নিউজিল্যান্ডের বোলাররা কোনও রকম কোন সমস্যাতেই কার্যত ফেলতে পা൩রেননি পাক ব্যাটারদের।
পাকিস্তানের ওপেনিং জুটিতে বাবর আজম এবং মহম্মদ রিজওয়ানের শতরানের পার্টনারশিপ তাঁদের জয়ের ভিত গড়ে দিয়েছিল। এ দিন দুরন্ত ছন্দে দেখা গিয়েছে বাবর-রিজওয়ান দু'জনকেই। ম্যাচ শেষে মহম্মদ রিজওয়ান জানিয়েছেন, প্রথম থেকে কিউয়ি বোলারদের আক꧟্রমণ করে খেলাটাই ছিল তাঁদের লক্🎃ষ্য। আর সৌভাগ্যবশত এ দিন সেই কাজটা তাঁরা ভালো ভাবে করতে পেরেছেন।
আরও পড়ুন: ১৯৯২-এর পু𓂃নরাবৃত্তি- ৩০বছর পর MCG-তে ফাইনাল খেলবে পাকিস্তান,সব মিললে বিপদ ভারতের
প্রসঙ্গত তাঁর অনবদ্য অর্ধশতরানের ইনিংসের জন্য এ দিন রিজওয়ানকে ম্যাচের সেরা নির্বাচিত করা হয়েছে। সেই পুরস্কার নেওয়ার সময়েই রিজওয়ান বলেছেন, ‘আমি এবং বাবর দু'জনে মিলে ঠিক করে ফেলি, নতুন বলেউ আক্রমণ যাব। পিচটা ব্যাটিংয়ের জন্য যথেষ্ট কঠিন ছিল। পাওয়ার প্লে আমরা খুব ভালো ভাবে শেষ করি। এর পর আমাদের মধ্যে ফ🅠ের আলোচনা হয়। আমরা ঠিক করি দু'জনের যে কোনও একজন যতটা পারব বেশি ওভার পর্যন্ত উইকেটে টিকে থাকব। আমাদের দলের প্রত্যেকে পরিশ্রম করেছে (এই জয়টার জন্য)। আমরা সব সময়ে নিজেদের উপর বিশ্বাস রেখেছি।’
আরও পড়ুন: এই হার হজম কꦦরা কঠিন-বোলারদের দুষলেন হতাশ কিউয়ি অধিন🌳ায়ক
এ দিন সিডনিতে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ব্যাট করতে নেমেই বিপর্যয়ের সম্মুখীন হয় কিউয়িরা। ইনিংসের তৃতীয় বলেই শাহিন শাহ আফ্রিদি এলবিডব্লিউ করেন ফিন অ্যালেনকে। আর এক ওপেনার ডেভন কনওয়ে করেন ২১ রান। কেন উইলিয়ামসন ৪২ বলে ৪৬ রান করে শাহিন শাহ আফ্রিদির বলে বোল্ড হয়ে যান। ৩৫ বলে ৫৩ রানে অপরাজিত থাক🐲েন ড্যারিল মিচেল। ২০ ওভারে চার উইকেটে ১৫২ রান করতে সমর্থ হয় নিউজিল্যান্ড।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান𒀰ের দুই ওপেনার বিধ্বংস𓆉ী মেজাজে ব্যাটিং শুরু করেন। প্রথম উইকেটে শতরানের জুটি গড়েন দু'জনে। বাবর ৪২ বলে ৫৩ করে আউট হন। ১০৫ রানে পতন ঘটে প্রথম উইকেটের। অপর ওপেনার মহম্মদ রিজওয়ান ৪৩ বলে করেন ৫৭ রান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।