ভারতকে বড় সমস্যায় ফেলে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরাহ। সোমবার রাতে বিসিসিআই এই ঘোষণা করেছে। পিঠের চোট পুরোপুরি সেরে না ওঠার কারণেই, আইসিসি-র মেগা ইভেন্ট থেকে ছিটকে গিয়েছেন বুমরাহ। প্রাক্তন ভারতীয় ক্র♎িকেটাররা, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বুমরাহের ছিটকে যাওয়াকে টিম ইন্ডিয়ার জন্য একটি বড় ক্ষতি বলে মনে করছেন।
এই তালিকায় রয়েছেন কিংবদন্তি ক্রিকেটার ℱসুনীল গাভাসকরও। গাভাসকর বলেছেন, ভারত বুমরাহকে খুব মিস করবে। তাঁর দাবি, ভারতীয় দলে আর এমন কোনও বোলার নেই, যাঁকে এতটা মিস করবে মেন ইন ব্লু।
আরও পড়ুন: ফ্লাইট মিস করা♕র শাস্ဣতি, T20 WC-এর দল থেকেই ছিটকে গেলেন হেতমায়ের
‘মিড-ডে’-এর জন্য💮 একটি কলামে গাভাসকর লিখেছেন, ‘বিশ্বকাপে জসপ্রীত বুমরাহের অনুপস্থিতি অবশ্যই টিম ইন্ডিয়ার ক্ষতি করবে। আমি সমস্ত বোলারকে সম্মান করি। তবে বলব যে, টিম ইন্ডিয়াতে আর কোনও বোলার নেই, যাকে এতটা মিস করা যাবে।’
গাভাসকর আরও লেখেন, ‘আমরা সম্প্রতি দেখেছি যে, বুমরাহ যে দু'টি ম্যাচে খেলেছে, সেখানে অন্য বোলাররাও কী ভাবে সমর্থন পেয়েছিল। এটা স্পষ্ট যে, ওর অনুপস্থিতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের🐬 সম্ভাবনার জন্য একটি বড় ধাক্কা। ঠিক আছে, তিরুবনন্তপুরমে দীপক চাহার এবং আর্শদীপ যে ভাবে বোলিং করেছে, কন্ডিশনের পুরো সদ্ব্যবহার করেছে, অবশ্যই একটি আশা আছে যে, কিছুটা ভাগ্য সহায়ক হলে ওরা বুমরাহের অনুপস্থিতিতে শূন্যস্থানটি পূরণ করতে পারবে।’
আরও পড়ুন: T20 WC-এ বুমরাহর পরিবর্ত একমাত্র শামিই- সা♔ফ জানিয়ে দিলেন ভারতের প্রাক্তনী
জসপ্রীত বুমরাহ দীর্ঘ দিন ধরে টিম ইন্ডিয়ার প্রধান বোলার। তাঁর দলে থাকা মানে পাওয়ারপ্লে এবং ডেথ ওভারে ভারতীয় বোলিং আক্রমণকে শক্তিশালী করে। এখন যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপে বুমরাহকে প♎াওয়া যাবে না, তা হলে এই গুরুত্বপূর্ণ ওভারগুলিতে ভারতীয় দলকে চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে।
এ দিকে রবীন্দ্র জাদেজার পরিবর্তে অক্ষর প্যাটেল যে ভাবে নিজেকে🌄 মেলে ধরার চেষ্টা করছেন, তাতে ღমুগ্ধ গাভাসকর। যদিও ব্যাটিং এবং ফিল্ডিংয়ের দিক থেকে জাদেজা চেয়ে অনেকটাই পিছিয়ে অক্ষর। তবে বাঁ-হাতি স্পিনার হিসেবে ভারতের হয়ে পাওয়ারপ্লেতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন তিনি। এমন কী ব্যাট হাতে জাদেজার মতো না হলেও, ভরসা জুগিয়েছেন।
গাভাসকর লিখেছেন, ‘রবীন্দ্র জাদেজার অনুপস্থিতি অক্ষর প্যাটেলকে তৈরি করা হয়েছে। এবং ও যে ভাবে বোলিং করছ൲ে, তাཧ ভরসা জোগাচ্ছে। রান কম দেওয়ার পাশাপাশি ও উইকেটও নিতে পারে। বছরের পর বছর ধরে ও দক্ষতার দেখানোর পাশাপাশি বৈচিত্র্য যোগ করেছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।