ম꧂াত্র এক দশকের আশেপাশের মধ্যেই আফগানিস্তান ক্রিকেটের অভূতপূর্ব উন্নতির সাক্ষী এবং অন্যতম কারিগর তিনি। দেশের প্রথম টেস্ট অধিনায়কও বটে। সেই আসগর আফগানই নিজের ক্রিকেট কেরিয়ারে চিরতরে ইতি টানতে চলেছেন। রবিবার (৩১ অক্টোবর) নমিবিয়ার বিরুদ্ধে শেষবার ক্রিকেটার হিসাবে মাঠে নামবেন আসগর।
২০০৯ সালে স্কটল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক অভিষেক ঘটানোর পর ছয় টেস্ট ও ১১৪টি ওয়ান ডে খেলেছেন আসগর। নমিবিয়ার বিরুদ্ধে নিজের ৭৫তম টি-টোয়েন্টি ম্যাচ খেলার পরই ব্যাট-প্যাড চিরতরে তুলে রাখবেন আসগর। আন্তর্জাতিক স্তরে মোট ৪২১৫ রান করার পাশপাশি🌺 আফগানিস্তানকে ১১৫টি ম্যাচে নেতৃত্বও দিয়ছেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটের। সদ্য এই বছরই মহেন্দ্র সিং ধোনিকে টপকে টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসাবে সর্বাধিক ৪২টি ম্যাচ জেতার রেকর্ড নিজের দখলে করেন আসগর।
ভারতের বিরুদ্ধে ২০১৮ সালে আফগানিস্তানের টেস্ট অভিষেকেও দলকে নেতৃত্ব দেন আসগর। জিম্বাবোয়ের বিরুদ্ধে যা তাঁর শ🌃েষ টেস্ট হিসাবে পরিণত হয়েছে, তাতে ১৬৪ রানের দুরন্ত এক ইনিংস খেলেন তিনি। আফগানিস্তান ক্রিকেটে আসগরের অবদান অনস্বীকার্য। সেই কথা মাথায় রেখেই আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফেও তাঁর সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তাঁকে ধন্যবাদ জানানো হয়েছে। তবে বিশ্বকাপের মাঝপথে হঠাৎ করে তাঁর এই সিদ্ধান্ত কিছুটা হলেও আশ্চর্যজনক।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।