স্কটল্যান্ডকে হারিয়ে টি-টো𝕴য়েন্টি বিশ্বকাপ জমিয়ে দিল আয়ারল্যান্ড। আপাতত যা পরিস্থিতি, তাতে প্রাথমিক পর্যায়ের ‘গ্রুপ বি’ থেকে চারটি দলের সামনেই ‘সুপার ১২’-এ যাওয়ার রাস্তা খোলা আছে। সেই পরিস্থিতিতে ‘সুপার ১২’ পর্যায়ের কোন দলের বিরুদ্ধে গ্রুপ লিগের শেষ ম্যাচ খেলবে ভারত, তা এখনও স্পষ্ট হল না।
আপাতত (ওয়েস্ট ইন্ডিজ বনা꧅ম আয়ারল্যান্ডের ম্যাচের আগে পর্যন্ত) গ্রুপ 'বি'-র শীর্ষে আছে জিম্বাবোয়ে। একটি ম্যাচ খেলে পয়েন্ট দুই। নেট রানরেট +১.৫৫০। দ্বিতীয় স্থানে আছে স্কটল্যান্ড। দুই ম্যাচে স্কটিশদের ঝুলিতে আছে দুই পয়েন্ট। নেট রানরেট +০.৭৫৯। তৃতীয় স্থানে আয়ারল্যান্ড আছে। দুই ম্যাচে আইরিশদের পয়েন্ট দুই। নেট রানরেট -০.৪৬৮। খাতায়কলমে ‘ফেভারিট’ ওয়েস্ট ইন্ডিজ আছে একেবারে গ্রুপের শেষ স্থানে। এক ম্যাচে ক্যারিবিয়ানদের পয়েন্ট শূন্য। নেট রানরেট -২.১০০।
সেই পরিস্থিতিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক পর্যায়ের ‘গ্রুপ বি’-র লড়াই জমে উঠেছে। প্রথম তিন দলের পয়েন্ট স🎃মান আছে। নেট রানরেটের নিরিখে প্রথম থেকে তৃতীয় স্থানে আছে জিম্বাবোয়ে, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ড। তবে জিম্বাবোয়ে একটি ম্যাচ কম খেলেছে। আপাতত ক্যারিবিয়ানদের বিরুদ্ধে খেলছেন সিকন্দর রাজারা। সেই ম্যাচে জিতে গেলে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ‘সুপার ১২’-এর দিকে এক পা বাড়িয়ে রাখবে।
কোন অঙ্কে কোন দল ‘সুপার ১২’-তে যাবে?
১) আজ যদি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিম্বাবোয়ে জিতে যায়, তাহলে সেক্ষেত্রে গ্রুপ লিগের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে না জিতলেও পরবর্তী পর্যায়ের টিকিট পেয়ཧে যেতে পারেন সিকন্দররা।
সেটাই যদি হয়, তাহলে আয়ারল্যান্ড (গ্রুপ লিগের শে🍨ষ ম্যাচে ও⛎য়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেবে ধরে), স্কটল্যান্ড এবং জিম্বাবোয়ের সর্বোচ্চ চার পয়েন্ট হতে পারে। তাতে নেট রানরেটের ভিত্তিতে নির্ধারিত হবে যে কোন দল পরবর্তী পর্যায়ে যাবে। সেক্ষেত্রে জিম্বাবোয়ের অ্যাডভান্টেজ থাকবে (জিম্বাবোয়ে বড় ব্যবধানে হারবে না ধরে)।
২) যদি গ্রুপ লিগের শেষ ম্যাচে স্কটল্যান্ডের (পয়েন্ট হবে দুই) বিরুদ্ধে জিতে যায় জিম্বাবোয়ে (ওয়েস্ট ইন্ডিজকে হারাবে ধরে), তাহলে সিকন্দরদের ছয় পয়েন্ট হবে। প্রথম দল হিসেবে ‘সুপার ১২’ পর্যায়ের ‘গ্রুপ ২’-🗹তে চলে যাবে জিম্বাবোয়ে। সেক্ষেত্রে গ্রুপ লিগের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিলে দ্বিতীয় দল হিসেবে আয়ারল্যান্ড (পয়েন্ট হবে চার) উঠবে। ওয়েস্ট ইন্ডিজের কাছে আয়ারল্যান্ড হেরꦰে গেলে তিন দলের পয়েন্ট দুই হবে। যে দলের নেট রানরেট বেশি থাকবে, সেই দল ‘সুপার ১২’-তে যাবে।
৩) তবে আজ জিম্বাবোয়ে হেরে গেলে আরও জমে যাবে ‘গ্রুপ বি’-র লড়াই। সেক্ষেত্রে দুটি করে ম্যাচের পর চার দলেরই পয়েন্ট হবে দুই। তখন যে গ্রুপ লিগের শেষ রাউন্ডের ম্যাচ যে দুটি 🅺দল🌳 জিতবে, সেই দুটি দল ‘সুপার ১২’-এ যাবে। নেট রানরেটের ভিত্তিতে নির্ধারিত হবে যে গ্রুপ ‘বি’-তে প্রথম স্থানে কোন দল থাকবে। সেই দল 'সুপার ১২' পর্যায়ের ‘গ্রুপ ২’-তে যাবে। দ্বিতীয় দলে গ্রুপ ‘গ্রুপ ২’-তে ঢুকবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।