গত কয়েক মাস ধরে একের পর এক ম্যাচ জেত꧒ানো পারফরম্যান্স করে ক্রিকেট বিশ্বকে মাতিয়ে রেখেছেন ꦗসূর্যকুমার যাদব। সূর্যকুমার সব সময়েই দুরন্ত সব ইনিংস উপহার দিয়ে থাকেন। কিন্তু জুন মাসে ভারতের ইংল্যান্ড সফরের সময়ে ওভালে প্রথম টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করার পর স্কাই-এর আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। তার পর থেকে একের পর এক দুরন্ত পারফরম্যান্স করে সকলকে মুগ্ধ করতে থাকেন। এমন কী বিশ্বকাপে সূর্য দুরন্ত ছন্দে রয়েছেন। আর সেই সুবাদেই তিনি এই মুহূর্তে বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি প্লেয়ার।
২০২১ সালের মার্চ মাসে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকে༺টে ভারতের জার্সিতে অভিষেক হয়েছিল সূর্যের। তার পর কেটে গিয়েছে ২০ মাস। এখন ২০২২ সালের নভেম্বর ম๊াস। গত বছরের শুরুর দিকে ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে শুরু করা সূর্যকুমার যাদব এখন আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক নম্বর ব্যাটার।
আরও পড়ুন: আমাদের ক্লিনিক্যাল হতে হবে- জিম্বাবোয়ে ম্যাচের আগে ভুল শুধরানোর আশ্বাস অশ্💮বিনের
সূর্য🦄 মাত্র ৩৮টি ম্যাচ খেলে ৪০.৩০ গড়ে ১২০০ রান করে ফেলেছেন। এই মুহূর্তে তিনি একজন টি-টোয়েন্টি সেনসেশন হয়ে উঠেছেন। এবং ওয়ানডেতেও তিনি পিছিয়ে নেই। বর্তমানে তিনি যে রকম ছন্দে রয়েছেন, তাতে তিনি ভারতের টেস্ট দলেও ঢুকতে পারেন বলে দাবি করেছেন, রোহিতদের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী।
বিশ্বকাপের সম্প্রচারকারী সংস্থাকে তিনি বলেন, ‘আমি মনে করি, ও তিন ফরম্যাটেই ভালো ভাবে খেলে দিতে পারবে। আমি জানি, টিম ইন্ডিয়া টে🌟স্ট ক্রিকেটের জন্য ওকে নিয়ে কথা বলে না। আমি বলছি, ও টেস্ট ক্রিকেটও খেলে দিতে পারবে। এবং ও কিন্তু টেস্ট খেলে সকলকে চমকে দিতে পারে। ওকে টেস্টে দলে ৫ নম্বরে ব্যাট করতে পাঠান এবং ওকে খেলার জায়গাট দিন।’
আরও পড়ুন: দলের অধিনায়কদের হতাশার 🐬পাꦇরফরম্যান্স, 2022 T20 WC-এ লজ্জার নজির ক্যাপ্টেনদের
শাস্ত্রীর এই প্রশংসা শুনে সূর্যকুমার ✱রীতিমতো উচ্ছ্বসিত হয়ে ওঠেন। রবি শাস্ত্রী কোচ থাকার সময়েই তাঁর জাতীয় দলে অভিষেক হয়েছিল। যাইহোক প্রাক্তন কোচের কথা শুনে তিনি হাসি থামাতে পারেননি। আর প্রাক্তন কোচের থেকে প্রশংসা শুনে সূর্য কিছুটা নস্ট্যালজিক হয়ে পড়েছিলেন। তিনি ফিরে গিয়েছিলেন, ২০২১ সালের শুরুর দিকে, যখন রবি শাস্ত্রী তাঁকে জানিয়েছিলেন যে, টিম ইন্ডিয়ার হয়ে তার প্রথম ম্যাচ খেলবেন তিনি।
রবি শাস্ত্রীর পাশে দাঁড়িয়েই সূর্য বলেন, ‘আমার এখনও মনে আছে। রবি শাস্ত্রী আমাকে ডেকেছিলেন। আমার অভিষেকের কথা বলার জন্য। তখন তিনি পুলের ধারে বসে ছিলেন, এবং তিনি বলেছিলেন, 'জা কে বিন্দাস দেনা' (যাও এবং নিজেক🐻ে উপভোগ কর)। আমি এখনও এটি মনে রাখি এবং আমি পুরোপুরি ভালোবেসে খেলি।’
এই ভিডিয়ো আইসিসির ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আপলোড করা হয়েছে। শুধু যে সূর্য আবেগপ্রবণ ছিলেন এমন নয়, রবি শাস্ত্রী নিজেও ছিল🅘েন। পাশাপাশি বিরাট কোহলিও ভিডিয়োটিতে লাইক করে নিজের আবেগ প্রকাশ করেছেন। এবং তিনি সেই ভিডিয়োতে লাইক করে শাস্ত্রীর কথার সঙ্গে সহমﷺত প্রকাশ করেছেন।
শাস্ত্রী আইসিসির ওয়েবসাইটেও বলেছেন, ‘ও খ꧙েলার তিনটি ফরম্যাটই খেলতে পারে এবং আমি যে কারণটি বলছি সেটা হল, ও আলাদা। আপনি খুব বেশি খেলোয়াড় পাবেন না, যারা ওর মতো করে দুরন্ত সব শট খেলতে পারে। এবং ওকে বল করা বোলারের কাছে আক্ষরিক অর্থে একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ওকে কোথায় বল করা ঠিক হবে, সেটাই বোঝা কঠিন হয়ে পড়ে। ওর দুর্দান্ত ক্ষমতা হল, বোলার কত দৈর্ঘ্যের বোলিং করছে সেটা রিড করা। ও সেটা তাড়াতাড়ি অনুমান করে এবং সেই ভাবে ও খেলে। খুব কম খেলোয়াড়ই এই ধরনের মানসিকতা নিয়ে মাঠে নামে।’
শাস্ত্রী আরও যোগ করেছেন, ‘ও এই বিশ্বকাপে আলো ছড়াচ্ছে এবং ও এমন শট খেলছে, যা ১০ বছর আগে কেউ কল্পনাও করতে পারেনি। পার্থে ও যে ভাবে পেস এবং বাউন্স ব্যবহার করেছিল, সেটা অসাধারণ। এবং আমি মনে করি, অস্ট্রেলিয়ায় খেলতে গেলে যে গতি, বাউন্সের মুখোমুখি হতে হয়, সেটা ব্যবহার করতে ও পছন্দ করে। অনেক তরুণ ওকে অনুকরণ করতে চায়। ওকে দেখে শ🍨ট খেলার চেষ্টা করে...ও একজন সঠিক ৩৬০ ডিগ্রী প্লেয়ার।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।