মেলবোর্নে শেষের দিকে বেধড়ক মেরেছিলেন। পার্থ✨ে একেবারে হাসিমুখে পাকিস্তানের দুই তারকা হ্যারিস রউফ এবং শাহিন আফ্রিদির সঙ্গে কথা বলতে দেখা গেল বিরাট কোহলিকে। যে ছবি ছড়িয়ে পড়তেই নেটপাড়ায় জল্পনা শুরু হয়েছে, কী নিয়ে তিনজনের কথা হচ্ছে?
🦹আজ পার্থে নামছে ভারত এবং পাকিস্তান। প্রথমে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ আছে বাবর আজমদের। তারপর টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘সুপার ১২’ পর্যায়ের ‘গ্রুপ ২’-র শীর্ষে থাকা দুই দল - ভারত এবং দক্ষিণ আফ্রিকা নামবে। সেই ম্যাচের আগেরদিন সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ছড়িয়ে পড়েছে। তাতে পাকিস্তানের দুই পেসার শাহিন এবং রউফের সঙ্গে হাসিমুখে বিরাটকে দেখা গিয়েছে। ছবিটি ভাইরাল হওয়ার পাশাপাশি দুই পাকিস্তানি তারকার সঙ্গে বিরাট কী কথা বলছেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে নেটপাড়ায়।
অধিকাংশ নেট🐓িজেন বলেন, '(বিরাট বলছেন যে) চিন্তা কর না। ভারতই জিতবে।' রবিবার পাকিস্তানের চাইবে যে ভারতের কাছে হেরে যাক দক্ষিণ আফ্রিকা। কারণ আপাতত ‘সুপার ১২’ পর্যায়ের ‘গ্রুপ ২’-র যা অবস্থা, তাতে 🔯পাকিস্তান বড়জোর দ্বিতীয় হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যেতে পারবে। সেক্ষেত্রে ভারতের দিকে তাকিয়ে হবে পাকিস্তানকে। যে তিনটি ম্যাচ বাকি আছে ভারতের, সেই তিনটিতেই বিবাটদের জয়ের জন্য গলা ফাটাবেন বাবররা। তাতেই পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা বাড়তে পারে।
পাকিস্তানের সমর্থকদের অনেকে আꦕবার বলেছেন, ‘ওরা (ভারত) না হয় জিতে যাবে। কিন্তু আমরা নেদারল্যান্ডসের বিরুদ্ধে জিততে পারব তো?’ আপাতত টি-টোয়েন্টি বিশ্বকাপে দু'ম্যাচে খেলেছে পাকিস্তান। প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে হেরেছে। দ্বিতীয় ম্যাচ জিম্বাবোয়ের কাছে এক রা♑নে হেরে গিয়েছেন শাহিনরা। সেই পরিস্থিতিতে পাকিস্তানের সেমিফাইনালে ওঠার আশা কার্যত শেষ হয়ে গিয়েছে। ভারত এবং বাংলাদেশের উপর ভাগ্য নির্ধারণ করছে। সেজন্য অবশ্য পাকিস্তানকে নিজেদের বাকি তিনটি ম্যাচই জিততে হবে।
সেই পরিস্থিতিতে তো পাকিস্ত༒ানের অনেক সমর্থক বলেছেন, 'বিরাট, কিং রবিবার তোমার ৭২ তম শতরানের জন্য অপেক্ষা করছি। জয় হিন্দ।' সেই মন্তব্যের জন্য ভারতীয়রা আবার তাঁদের খোঁচা দিতে ছাড়েননি। মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে ৫৩ বলে বিরাটের অপরাজিত ৮২ রানের ইনিংসের রেশ ধরে তেমনই একজন বলেন, ‘কেন? বিরাট কোহলির কথা মনে পড়ছে?’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।