২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলায় পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। এই ম্যাচে ব্যাটཧ করতে নেমে পাকিস্তানের শুরুটা ভালো হলেও পঞ্চম ওভারে মহম্মদ রিজওয়ানের ফর্মে প্রথম উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় পাকিস্তান। হ্যারিসের আউটের পর অধিনায়ক বাবর আজমেরও উইকেট হারিয়েছিল পাকিস্তান। তবে বাবরকে আউট করতে ডাইভ দিয়ে দুর্দান্ত ক্যাচ নেন আদিল রশিদ। চতুর্থবারের মতো বাবর আজমকে নিজের শিকারে পরিণত করেন রশিদ।
আরও পড়ুন… ক্যাচ মিস, ওভার থ্রোতে ৩ রান- কে♕ বলবে বিশ্বকাপ ফাইনাল!
পাকিস্তানের ইনিংসের ১১ তম ওভারে, মাসুদ লিভিংস্টোনের ওভারে একটি চার এবং একটি ছক্কা মেরে এই ওভার থেকে মোট ১৬ রান সংগ্রহ করেন। অধি𝔍নায়ক বাবর একই ছন্দ বজায় রাখতে চেয়েছিলেন এবং পরের ওভারে আদিল রশিদের বিরুদ্ধে বড় শট মারার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রথম বলেই অধিনায়ক বাবর আজমকে আউট করে পাকিস্তানকে তৃতীয় ধাক্কা দেন রশিদ।
আরও পড়ুন… T20 World Cup 2007 Final-এ ধোনির বোলাররা মিসবাহকে বল করতেই ভয় পেয়েছিলে𒈔ন- শোয়েব মালিক
নিজের সেই ওভারের প্রথম বলেই গুগলি লাগিয়ে পাকিস্তানি অধিনায়ককে জালে জড়ান রশিদ। ইংল্যান্ডের তারকা স্পিনারের গুগলি বল পড়তে না পেরে বাবর বুঝতে পারার আগেই বল ব্যাটে লেগে সামনের দিকে চলে যায়, যেখানে ডাইভিং ক্যাচ নেন রশিদ। এরপরেই বাবর আজম🍎ের ব্যাটিং কৌশল নিয়ে চটলেন হরভজন সিং। ১১৪. ২৯ স্ট্রাইক রেটে ২৮ বলে ৩২ রানের ইনিংস দেখে অবাক হয়েছেন ভাজ্জি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।