পরপর দু'টি ম্যাচে উত্তেজক জয় তুলে নিল ওয়েস্ট ইন্ꦬডিজ। ফলে চলতি মহিলা বিশ্বকাপের লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসে তারা। ক্যারিবিয়ানরা এক্ষেত্রে পিছনে ফেলে দেয় ভারতকে। অস্ট্রেলিয়া আগেই মিতালিদের সরিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান দখল করেছে। এবার ওয়েস্ট ইন্ডিজও উপরে উঠে আসায় ভারতক♔ে নেমে যেতে হয় তিন নম্বরে।
যদিও নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতে পারলে ফের পয়েন্ট টেবিলের এক নম্বরে ফিরতে পারে ভারত। কেনন꧅া নেট রান-রেটে সব থেকে এগিয়ে রয়েছেন মিতালিরাই। আপাতত দ💜ক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড চার ও পাঁচ নম্বরে নেমে যায়।
ইংল্যান্ড তাদের প্রথম দু'টি ম্যাচে হারলেও ছয় নম্বরে অবস্থান করছে। সাতে রয়েছে বাংলাদেশ। একেবারে শেষে আট নম্বরে রয়েছে পাকিস্তান। উল্লেখ্য, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ⛎ দু'টি করে ম্যাচ খেলে দু'টিতেই জিতেছে। ভারত ও দক্ষিণ আফ্রিকা ১টি করে ম্যাচ খেলেছে এবং সেই ম্যাচে জয় তুলে নিয়েছে। নিউজিল্যান্ড ২টি ম্যাচের ১টিতে জিতেছে এবং একটি ম্যাচ হেরেছে। ইংল্যান্ড, বাংলাদেশ ও পাকিস্তান ২টি করে ম্যাচ খেলে দু'টিতেই হারের মুখ দেখেছে।
আইসিসি মহিলা বিশ্বকাপের পয়েন্ট টেবিল:-
১. অস্ট্রেলিয়া: ম্যাচ-২, জয়-২, হার-০, পয়েন্ট-৪ (নেট রান-রেট: +১.০৬১)।
২. ওয়েস্ট ইন্ডিজ: ম্যাচ-২, জয়-২, হার-০, পয়েন্ট-৪ (নেট রান-রেট: +০.১০০)।
৩. ভারত: ম্যাচ-১, জয়-১, হার-০, পয়েন্ট-২ (নেট রান-রেট: +২.১৪০)।
৪. দক্ষিণ আফ্রিকা: ম্যাচ-১, জয়-১, হার-০, পয়েন্ট-২ (নেট রান-রেট: +০.৬৪০)।
৫. নিউজিল্যান্ড: ম্যাচ-২, জয়-১, হার-১, পয়েন্ট-২ (নেট রান-রেট: +০.৫৩২)।
৬. ইংল্যান্ড: ম্যাচ-২, জয়-০, হার-২, পয়েন্ট-০ (নেট রান-রেট: -০.১৯০)।
৭. বাংলাদেশ: ম্যাচ-২, জয়-০, হার-২, পয়েন্ট-০ (নেট রান-রেট: -০.৯২৩)।
৮. পাকিস্তান: ম🐼্যাচ-২, জয়-০, হার-২, পয়েন্ট-০ (ꩲনেট রান-রেট: -১.৮৯১)।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।