সায়ন জাহাঙ্গীরের দুরন্ত শতরানেও কোনও লাভ হল না। ৪২ বল বাকি থাকতেই আমেরিকাকে ছয় উইকেটে গুঁড়িয়ে দিল নেপাল। যা এবারের একদিনের বিশ্বকাপ কোয়ালিফায়ার-পর্বে নেপ🔯ালের প্রথম জয়। শুধু তাই নয়, সেই জয়ের ফলে বিশ্বকাপের টিকিট পাওয়ার স্বপ্ন টিকিয়ে রাখল নেপাল। নয় ওভারে ৩৩ রান দিয়ে চার উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন করণ ছেত্রী। তাঁর আশা, আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে বিশ্বকাপ খেলার টিকিট পেয়ে যাবে নেপাল। করণের কথায়, 'এটা খুব গুরুত্বপূর্ণ জয়। আমাদের দুটি ম্যাচ বাকি আছে। কমপক্ষে একটি ম্যাচে জিতে প্রথম ছয়ের টিকিট পেতে হবে।'
মঙ্গলবার জিম্বাবোয়ের হারারেতে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন নেপালের অধিনায়ক রোহিত প🍰ৌদেল। আর অধিনায়কের সেই আস্থার পুরো মর্যাদা দেন নেপালের বোলাররা। তাঁদের দুরন্ত বোলিংয়ে কেঁপে যায় আমেরিকা। দ্বিতীয় ওভারে পরপর দু'বলে উইকেট পড়ে যায়। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি আমেরিকা। নেপালের বোলারদের সামনে রীতিমতো কাঁপছিলেন মার্কিন খেলোয়াড়রা। ১০ ওভারে আমেরিকার স্কোর ছিল চার উইকেটে ১৯ রান।
সুশান্ত মোদানি (৭১ বলে ৪২ রান) এবং গজানন্দ সিং (৪১ বলে ২৬ রান) কিছুটা চেষ্টা করলেও বাকি মার্কিন ব্যাটাররা নেপালের সামনে দাঁড়াতেই পারেননি। রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয় আমেরিকা। সেই ধ্বংসস্তূপ থেকে আমেরিকাকে তুলে ধরেন সায়ন। ৭৯ বলে অপরাজিত অপরাজিত ১০০ রান করেন। তাঁর ইনিংস ১০টি চার এবং তিনটি ছক্কায় সাজানো ছিল। সায়ন যতক্ষণ🃏 ক্রিজে ছিলেন, ততক্ষণ আমেরিকার স্কোরকার্ডে যে ১৪২ রান যুক্ত হয়েছিল, সেটার মধ্যে ১০০ রানই করেন সায়ন। অন্যদিকে, নেপালের হয়ে চারটি উইকেট নেন করণ। তিনটি উইকেট নেন গুলশন ঝা। দুটি উইকেট পান দীপেন্দ্র সিং। একটি উইকেট নেন ললিত রাজবংশী।
সেই রান তাড়া করতে নেমে নেপালের শুরুটা খুব একটা ভালো হয়নি। গত ম্যাচে অর্ধশতরান করলেও ১৬ বলে ১২ রান করে আউট হয়ে যান আসিফ শেখ। তবে গত ম্যাচের ভালো ফর্ম ধরে রাখেন কুশল ভুরতেল। ভীম শারকির সঙ্গে নেপালকে টানতে থাকেন। তিনি আউট হয়ে গ🥂েলেও শেষপর্যন্ত অপরাজিত থেকে নেপালের জয় নিশ্চিত করেন ভীম। ১১৪ বলে ৭৭ রান করেন তিনি। ৩২ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন দীপেন্দ্র।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।